মাইক্রোস্পোরোজেনেসিস : সংজ্ঞা, পদ্ধতি, প্রশ্ন উত্তর | Microsporogenesis

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে মাইক্রোস্পোরোজেনেসিস বা পুং রেণুর উৎপত্তি সম্পর্কে বিস্তারিত জানবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখবো মাইক্রোস্পোরোজেনেসিস কি বা এর সংজ্ঞা। সংজ্ঞা: যে প্রক্রিয়ায় রেনুধর কলায় অবস্থিত রেনু মাতৃকোষ থেকে পরাগরেণু বা পোলেন গ্রেন (pollen grains) সৃষ্টি হয় তাকে মাইক্রোস্পোরোজেনেসিস বলে। রেণুস্থলী এর মধ্যে থাকা রেনুধর কলা বারবার বিভাজিত হয়ে রেনু মাতৃকোষ গঠন করে। এই রেনু মাতৃকোষ গুলি ডিপ্লয়েড (2n) হয়। ডিপ্লয়েড রেনু মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এবং হ্যাপ্লয়েড (n) মাইক্রোস্পোর বা পরাগরেণু গঠন করে। একটি রেনু মাতৃকোষ থেকে মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় চারটি পরাগরেণু সৃষ্টি হয়। উৎপন্ন পরাগরেণু গুলি একটি আবরণ এর মধ্যে একত্রিত ভাবে থাকে এই জন্য এদের রেনুচতুষ্টয় (spore tetrad) বলে। এই রেনু চতুষ্টয় এর থেকে প্রতিটি রেনু পৃথক হয়ে বৃদ্ধি পায়। Aristolochia elegans নামের এক প্রজাতিতে পাঁচ রকমের পরাগরেণু দেখা যায়, যেগুলি হলো টেট্রাহেড্রাল (tetrahedral), আইসোবাইল্যাটারাল (isobilateral), ডেকাসেট (decussate), লিনিয়ার (li...