ক্রসিং ওভার কি ? | ক্রসিং ওভারের গুরুত্ব | Significance of crossing over - Bigyanbook

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো ক্রসিং ওভারের তাৎপর্য বা ক্রসিং ওভারের গুরুত্ব সম্পর্কে। এর সঙ্গে কিছু প্রশ্ন উত্তর থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। ক্রসিং ওভার কি ? বা ক্রসিং ওভার কাকে বলে ? (What is Crossing Over ?) যে পদ্ধতিতে মিয়োসিস কোষ বিভাজনের প্রোফেজ-I দশার প্যাকিটিন উপদশায় দুটি সমসংস্থ ক্রোমোজোমের ননসিস্টার ক্রোমাটিডের মধ্যে খন্ড বিনিময় হয় এবং ফলস্বরুপ জিনের পুনঃসংযুক্তি ঘটে তাকে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভারের তাৎপর্য বা ক্রসিং ওভারের গুরুত্ব (Significance of crossing over) ১) ক্রসিং ওভার এর মাধ্যমে প্রমাণিত হয় যে জিনগুলি ক্রোমোজোমে সরল রেখায় সজ্জিত থাকে। ২) একটি জিনের দুটি অ্যালিল হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে — এই তত্ত্বটিও ক্রসিং ওভার পদ্ধতির মাধ্যমে প্রমাণিত হয়। ৩) ক্রসিং ওভার পদ্ধতিতে জিনের পুনঃসংযোজন ঘটে এবং এর ফলে রিকম্বাইন্ড গ্যামেটগুলি মিলিত হয়ে অপত্যের মধ্যে নতুন জিনের প্রকাশ ঘটে। অর্থাৎ, ক্রসিং ওভার এর জন্যই জনিতৃর চারিত্রিক বৈশিষ্ট্যের থেকে অপত্যের চারিত্রিক বৈশিষ্ট্য পৃথক হয়। ৪) ক্রসিং ওভারের দ্বারা জিনের যে পুনঃস...