সায়ানোফাইসির সাধারণ বৈশিষ্ট্য (General characters of Cyanophyceae) - Bigyanbook
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো সায়ানোফাইসির সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সায়ানোফাইসির বৈশিষ্ট্য গুলি। প্রথমেই আমরা সায়ানোফাইসি সম্পর্কে সাধারণ কিছু তথ্য জেনে নেবো। সায়ানোফাইসি কী? (What is Cyanophyceae?) নীলাভ সবুজ বর্ণ যুক্ত, প্রোক্যারিওটিক অনুন্নত শ্রেণীর শৈবালকে সায়ানোফাইসি বলে। সায়ানোফাইসি শৈবালের আবরণী স্তর পিচ্ছিল হয় বলে এদের মিক্সোফাইসি বলে। জীববিজ্ঞানীরা বর্তমানে মনে করেন যে এরা সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া তাই অনেক বিজ্ঞানীরা এদের সায়ানোব্যাকটেরিয়া ( Cyanobacteria ) বলেন। আরও দেখুন : সায়ানোফাইসি ও রোডোফাইসির পার্থক্য এবারে আমরা সরাসরি জেনে নেবো আমাদের এই আর্টিকেলের প্রধান বিষয় সায়ানোফাইসির সাধারণ বৈশিষ্ট্যগুলি। আরও দেখুন : শৈবালের অর্থনৈতিক গুরুত্ব সায়ানোফাইসির সাধারণ বৈশিষ্ট্য (General characters of Cyanophyceae) ১) এরা প্রধানত মিষ্টি জলে বসবাস করে। (ব্যাতিক্রম Dermocarpus লবণাক্ত জলে বসবাস করে) ২) এদের থ্যালাস এককোশী ( Chroococcus ), কলোনিয়াল ( Aphanocapsa ), সূত্রাকার হতে পারে। এদের ফিলামেন্ট শাখাবিহীন ...