অণু কাকে বলে ? | What is Molecule ? - Bigyanbook

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো অণুর সংজ্ঞা এবং আরও অনেক কিছু। তাহলে চলুন দেখে নেওয়া যাক। অণু কাকে বলে ? মৌলিক বা যৌগিক পদার্থের স্বাধীন সত্তা বিশিষ্ট ক্ষুদ্রতম কণা যার মধ্যে পদার্থটির সমস্ত গুণ বর্তমান তাকে অণু বলে। এর সাথে related আরও একটি প্রশ্ন আছে যেটি হলো — মৌলের ক্ষুদ্রতম কণাকে কী বলা হয় ? মৌলিক বা যৌগিক পদার্থের স্বাধীন সত্তা বিশিষ্ট ক্ষুদ্রতম কণা যার মধ্যে পদার্থটির সমস্ত গুণ বর্তমান তাকে অণু বলে। অণু কত প্রকারের ? অণু দুই প্রকারের। যথা— মৌলিক অণু এবং যৌগিক অণু। মৌলিক অণু কাকে বলে ? একই মৌলিক পদার্থের পরমাণু দিয়ে গঠিত অণুকে মৌলিক অণু বলে। মৌলের পারমাণবিকতা কাকে বলে ? কোনো মৌলের একটি অণুতে যতগুলি পরমাণু থাকে তাকে মৌলটির পারমাণবিকতা বলে। এক পরমাণুক মৌল কাকে বলে ? যে মৌল গুলির অণু একটিমাত্র পরমাণু দিয়ে গঠিত তাদের এক পরমাণুক মৌল বলে। এক পরমাণুক মৌলের উদাহরণ : সোডিয়াম (Na), পটাশিয়াম (K), ক্যালসিয়াম (Ca), তামা (Cu), লোহা (Fe) প্রভৃতি ধাতব মৌল। কার্বন (C), বোরন (B), সিলিকন (Si), প্রভৃতি অধাতব মৌল। হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar) প্রভৃতি নিষ...