ইকোলজিক্যাল বা বাস্তুতন্ত্রের পিরামিড কী ?

Text size:
www.bigyanbook.co.in
ইকোলজিক্যাল বা বাস্তুতন্ত্রের পিরামিড কী ?

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো ইকোলজিক্যাল পিরামিড বা বাস্তুতন্ত্রের পিরামিড এর সংজ্ঞা সম্পর্কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক।


ইকোলজিক্যাল পিরামিড বা বাস্তুতন্ত্রের পিরামিড কি ?

বাস্তু তন্ত্রের নির্দিষ্ট খাদ্য শৃঙ্খল এর খাদ্যস্তর বা পুষ্টিস্তর সমূহকে পর্যায়ক্রমে উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদক পর্যন্ত উলম্ব ভাবে সাজালে জীবের সংখ্যা, শক্তি ও জীবভর পর্যায়ক্রমে হ্রাসের একটি কাল্পনিক পিরামিড আকৃতির অবয়ব তৈরি হয়, একে ইকোলজিক্যাল পিরামিড বা বাস্তুতন্ত্রের পিরামিড বলে।


কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে? অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনি কি Bigyanbook এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। ফলো করুন বিজ্ঞানবুক -কে ফেসবুকে। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সাথে। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন