প্রণোদিত প্রজনন কাকে বলে? মাছের প্রণোদিত প্রজনন পদ্ধতি

নমস্কার, বিজ্ঞানবুক -এ আপনাকে স্বাগত। এই পেজে আমরা দেখবো, মাছের প্রণোদিত প্রজনন পদ্ধতি। আমরা জানবো, মাছের প্রণোদিত প্রজনন কাকে বলে, মাছের প্রণোদিত প্রজনন পদ্ধতি, এবং আরো অন্যান্য তথ্য। এই পেজটি শেয়ার করবেন পড়া হয়ে গেলে। তাহলে চলুন শুরু করা যাক। প্রণোদিত প্রজনন কাকে বলে? যে পদ্ধতিতে পরিণত মাছে গোনাডোট্রফিন (Gonadotropins) ইনজেকশন দিয়ে শুক্রাণু ও ডিম্বাণু নির্গত করতে প্রণোদিত (Induced) করা হয় এবং ব্রিডিং হাপায় নিষিক্ত করণ ঘটানো হয় তাকে প্রণোদিত প্রজনন বা ইনডিউসড ব্রিডিং (Induced breeding) বলে। গোনাডোট্রপিন হলো একটি হরমোন যা যৌন গ্রন্থির (ডিম্বাশয় এবং শুক্রাশয়) কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং যৌন বিকাশ এবং প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছের দুটি প্রধান গোনাডোট্রপিন থাকে, FSH (ফলিকল স্টিমুলেটিং হরমোন) এবং LH (লিউটিনাইজিং হরমোন), যা অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর মতোই। এগুলি হল হেটেরোডাইমেরিক প্রোটিন যা একটি সাধারণ আলফা সাবইউনিট এবং একটি হরমোন-নির্দিষ্ট বিটা সাবইউনিট নিয়ে গঠিত। গোনাডোট্রপিন-রিলিজিং হরমোন (GnRH) এটি একটি নিউরোপেপটাইড, এটি মাছের পিটুইটারি গ্রন্থিকে গোনাডোট্রফিন হর...