অণুবিস্তার কাকে বলে ?

Text size:
www.bigyanbook.co.in

অণুবিস্তার কাকে বলে ? | মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে ?

উদ্ভিদ কলা পালনের মাধ্যমে কৃত্রিম উপায়ে উদ্ভিদের অঙ্গজ বংশবিস্তার পদ্ধতিকে অণুবিস্তার বা মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারন বলে।


অণুবিস্তারনের দশা

1. উপযুক্ত উদ্ভিদ অংশ এর নির্বাচন করা এবং তাদের পোষন করা।

2. কান্ডের সংখ্যা বাড়ানো।

3. তৈরি করা মুকুলে মূল সৃষ্টি করা।

4. পূর্ণতা প্রাপ্ত উদ্ভিদ কে প্রাকৃতিক পরিবেশে স্থানান্তরিত করা।


অণুবিস্তারনের প্রয়োগ

1. রোগমুক্ত সস্য এর সৃষ্টি।

2. সংকর উদ্ভিদ এর সৃষ্টি।

3. কৃষি উদ্ভিদ এর আদি প্রকরণ গুলিকে অণুবিস্তার এর মাধ্যমে তাদের জার্মপ্লাজম সংরক্ষণ করা সম্ভব হয়েছে।

4. অণুবিস্তার পদ্ধতিতে উদ্ভিদ এর গুণগত মান সঠিক রাখার জন্য কিছু উদ্ভিদের পুংবন্ধ্যাত্ব উদ্ভিদ তৈরি করা গিয়েছে।


Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। 

এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। 

এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

পড়তে থাকুন বিজ্ঞানবুক।

ধন্যবাদ ।।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন