বহিঃনিষেক ও অন্তঃনিষেকের পার্থক্য
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো বহিঃ নিষেক এবং অন্তঃ নিষেকের মধ্যে পার্থক্য। তাহলে চলুন শুরু করা যাক। নিষেক কাকে বলে ? উত্তর : পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলে। নিষেক কয় প্রকার ও কী কী ? উত্তর : নিষেক দুই প্রকারের হয়, যথা— বহিঃ নিষেক এবং অন্তঃ নিষেক। বহিঃ নিষেক কাকে বলে ? উত্তর : নিষেক যখন দেহের বাইরে ঘটে তখন তাকে বহিঃ নিষেক বলে। বহিঃ নিষেক ঘটে এমন প্রাণীর উদাহরণ হল, মাছ, ব্যাঙ প্রভৃতি। অন্তঃ নিষেক কাকে বলে ? উত্তর : নিষেক যখন দেহের অভ্যন্তরে ঘটে তখন তাকে অন্তঃ নিষেক বলে। অন্তঃ নিষেক ঘটে এমন প্রাণীর উদাহরণ হল, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী প্রাণীদের অন্তঃ নিষেক ঘটে। আরও পড়ুন: সংশ্লেষ ও নিষেকের পার্থক্য এবারে আমরা জানবো আমাদের এই আর্টিকেলের প্রধান বিষয় বহিঃ নিষেক এবং অন্তঃ নিষেকের পার্থক্য। বহিঃনিষেক ও অন্তঃনিষেকের পার্থক্য বহিঃনিষেক অন্তঃনিষেক 1) এটি স্ত্রী প্রাণীর দেহের বাইরে ঘটে। 1) এটি স্ত্রী প্রাণীর দেহের অভ্যন্তরে ঘটে। 2) প্রচুর পরিমাণে গ্যামেট জলে নিক্ষিপ্ত হয় এবং জলেই নিষেক সম্পন্ন হয়। 2) তুলনামূলকভাবে গ্যামেট উৎপন্ন কম হয়।...