ভাসা ইফারেনসিয়া ও ভাস ডিফারেনসিয়া এর পার্থক্য

বিজ্ঞানবুক -এ আপনাকে স্বাগত। এই আর্টিকেলে আমরা জানব ভাসা ইফারেনসিয়া এবং ভাস ডিফারেনসিয়া এর মধ্যে পার্থক্য। তাহলে চলুন শুরু করা যাক।

আরো পড়ুন: ডিম্বাণু ব্যাংকের প্রয়োজনীয়তা

আরো পড়ুন: ভাসেকটোমি ও টিউবেকটোমি পার্থক্য

💁🏻 ভাসা ইফারেনসিয়া ও ভাস ডিফারেনসিয়া এর পার্থক্য (Difference between Vasa efferentia and Vas deferentia) :

👉 1. ভাসা ইফারেনসিয়া রেটি টেসটিস থেকে উৎপন্ন হয়।

          👉 1. ভাস ডিফারেনসিয়া কডা এপিডিডাইমিস থেকে উৎপন্ন হয়।


👉 2. ভাসা ইফারেনসিয়া সংখ্যায় 15 থেকে 20 টি হয়।

         👉 2. ভাস ডিফারেনসিয়া সংখ্যায় 2 টি হয়।


👉 3. ভাসা ইফারেনসিয়া খুব সুক্ষ্ম।

          👉 3. ভাস ডিফারেনসিয়া তুলনামূলকভাবে পুরু।


👉 4. ভাসা ইফারেনসিয়া সিলিয়েটেড কোশ পরিবৃত থাকে।

          👉 4. ভাস ডিফারেনসিয়া স্টিরিওসিলিয়া (Stereocilia) পরিবৃত থাকে।


👉 5. ভাসা ইফারেনসিয়া এর মাধ্যমে, রেটি টেসটিস থেকে শুক্রাণু বা স্পার্ম এপিডিডাইমিস এ আসে।

         👉 5. ভাস ডিফারেনসিয়া এর মাধ্যমে, শুক্রাণু বা স্পার্ম এপিডিডাইমিস থেকে নিঃক্ষেপন নালিতে আসে।

আরো পড়ুন: স্পার্ম ব্যাংক বা শুক্রাণু ব্যাংক

😊  Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। 


😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। 


😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।


😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।


😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।

😊 ধন্যবাদ ।।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ