অ্যাক্সন ও ডেনড্রন এর পার্থক্য | Difference between Axon and Dendron : Bigyanbook

নমস্কার, স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে আমরা জানবো অ্যাক্সন ও ডেনড্রন এর পার্থক্য সম্পর্কে। এছাড়াও আমরা জানবো এর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। তাহলে চলুন শুরু করা।

www.bigyanbook.co.in


অ্যাক্সন ও ডেনড্রন এর পার্থক্য (Difference between Axon and Dendron)

👉 ১) অ্যাক্সন: অ্যাক্সন হলো স্নায়ু কোশের চেষ্টিয় বা আজ্ঞাবহ অংশ।

         👉 ১) ডেনড্রন: ডেনড্রন হলো স্নায়ু কোশের সংজ্ঞা বহ অংশ।

👉 ২) অ্যাক্সন: অ্যাক্সন সাধারণত শাখাহীন হয়। অথবা কখনো কখনো স্বল্প শাখা যুক্ত হয়।

         👉 ২) ডেনড্রন: ডেনড্রন শাখা যুক্ত হয়।

👉 ৩) অ্যাক্সন: অ্যাক্সন এ নিউরোলেম্মা এবং মায়োলিন এর আবরণ থাকে।

         👉 ৩) ডেনড্রন: ডেনড্রন এ নিউরোলেম্মা এবং মায়োলিন এর আবরণ থাকে না।

👉 ৪) অ্যাক্সন: অ্যাক্সন এর মধ্যে স্বোয়ান কোষ থাকে।

         👉 ৪) ডেনড্রন: ডেনড্রন এর মধ্যে স্বোয়ান কোষ থাকে না।

👉 ৫) অ্যাক্সন: অ্যাক্সন এ নিজল দানা থাকে না।

         👉 ৫) ডেনড্রন: ডেনড্রন এ নিজল দানা থাকে।

👉 ৬) অ্যাক্সন: অ্যাক্সন এ রানভিয়ার এর পর্ব থাকে।

         👉 ৬) ডেনড্রন: ডেনড্রন এ রানভিয়ার এর পর্ব থাকে না।

👉 ৭) অ্যাক্সন: অ্যাক্সন এর প্রধান কাজ হলো স্নায়ু স্পন্দন বহন করা।

          👉 ৭) ডেনড্রন: ডেনড্রন এর প্রধান কাজ হলো স্নায়ু স্পন্দন গ্ৰহণ করা।

প্রশ্ন এবং উত্তর ও অন্যান্য তথ্য :-


১) ডেনড্রন এর কাজ কী?

উত্তর: পেশি অথবা অন্য কোনও নিউরোন থেকে স্নায়ু উদ্দীপনা গ্ৰহণ করে, তা কোশ দেহে প্রেরণ করা।

২) অ্যাক্সন এর কাজ কী?

উত্তর: অ্যাক্সন উদ্দীপনা পরিবহন করে এবং স্নায়ু সন্নিধির মাধ্যমে স্নায়ু উদ্দীপনা কে পেশি বা অন্য কোনো নিউরোন এ প্রেরণ করতে সাহায্য করে।

৩) প্রবর্ধক বা প্রসেস কয় প্রকারের এবং কী কী?

উত্তর: প্রবর্ধক দুই প্রকারের হয়। যেগুলি হলো, অ্যাক্সন এবং ডেনড্রন।

৪) ডেনড্রন কী? (What is Dendron?)

উত্তর: নার্ভ কোশ দেহের প্লাজমা মেমব্রেন এর প্রলম্বিত অংশের সরু সরু শাখা গুলিকে ডেনড্রন বলে।

৫) অ্যাক্সন কী? (What is Axon?)

উত্তর: প্রতিটি নার্ভ কোশ দেহের অপেক্ষাকৃত দীর্ঘ, শাখা বিহীন অথবা অল্প শাখা যুক্ত প্রবর্ধক বা প্রসেস হলো অ্যাক্সন।

৬) অ্যাক্সন হিলক্ কাকে বলে?

উত্তর: কোশ দেহের যে অংশ থেকে অ্যাক্সন এর সৃষ্টি হয় তাকে অ্যাক্সন হিলক্ বলে।

৭) অ্যাক্সোলেমা কাকে বলে?

উত্তর: প্রতিটি অ্যাক্সন এর ভিতরে অ্যাক্সোপ্লাজম থাকে। আর এই অ্যাক্সোপ্লাজম কে ঘিরে যে আবরণী থাকে তাকে অ্যাক্সোলেমা বলে।

৮) মায়োলিন সিদ বা মেডুলারি সিদ কী?

উত্তর: কোনো কোনো ক্ষেত্রে, অ্যাক্সন এর অ্যাক্সোপ্লাজম এর উপর চর্বির একটি স্তর থাকে, একে মায়োলিন সিদ বা মেডুলারি সিদ বলে।

৯) নিউরিলেমা কী?

উত্তর: অ্যাক্সন এর অ্যাক্সোপ্লাজম এর উপরের স্তর এর নাম মায়োলিন সিদ। এই মায়োলিন সিদ এর উপরের আবরণ কে নিউরিলেমা বলে।

১০) স্বোয়ান কোষ কী?

উত্তর: অ্যাক্সন এর নিউরিলেমা এর মধ্যে বিশেষ ধরনের নিউক্লিয়াস যুক্ত ডিম্বাকার কোষ দেখা যায়, এদের স্বোয়ান কোষ বলে।

১১) রানভিয়ার এর পর্ব কী? (What is Node of Ranvier?)

উত্তর: অ্যাক্সন এর মায়োলিন সিদ স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে এক একটি পর্বের সৃষ্টি করে একে রানভিয়ার এর পর্ব (Node of Ranvier) বলে।

১২) প্রান্ত বুরুশ বা এন্ড ব্রাশ কাকে বলে?

উত্তর: অ্যাক্সন এর শেষ প্রান্তে থাকা সূক্ষ্ম শাখাম্বিত অংশকে প্রান্ত বুরুশ বা এন্ড ব্রাশ বলে।


😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। 

😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। 

😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।

😊 ধন্যবাদ ।।

Bigyanbook

Share your feedback! Share this post! Explore all posts. Thanks for reading. facebook youtube whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন