প্রশ্ন উত্তর: সালোকসংশ্লেষ | Questions Answers: Photosynthesis - Bigyanbook

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে সালোকসংশ্লেষ থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রে, সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স বা নিট্ পরীক্ষা, এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী। সালোকসংশ্লেষ থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। ১) পৃথিবীর প্রথম সালোকসংশ্লেষকারী জীব কী? উঃ- সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া। ২) পৃথিবীর প্রথম অক্সিজেন উৎপাদনকারী জীবের নাম কী? উঃ- নীলাভ সবুজ শৈবাল। ৩) সালোকসংশ্লেষের জন্য উদ্ভিদ দেহ শোষণ করে আপতিত সূর্যালোকের — উঃ- ৮৩% । ৪) পৃথিবীর সমস্ত সালোকসংশ্লেষের ৯০% সালোকসংশ্লেষ কোথায় সম্পন্ন হয়? উঃ- সমুদ্র এবং স্বাদুজলের শৈবালে। ৫) ক্লোরোপ্লাস্ট -এর কোথায় PS-II দেখা যায়? উঃ- Appressed অঞ্চলে। ৬) আগ্রানাল ক্লোরোপ্লাস্ট কোথায় দেখা যায়? উঃ- বান্ডিল-সীদ কোশে দেখা যায়। ৭) ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষকারী রঞ্জককে আলাদা করা যায় কোনটি দ্বারা? উঃ- পেপার ক্রোমাটোগ্রাফি এর দ্বারা। ৮) অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে স্ট্...