প্রশ্ন উত্তর: সালোকসংশ্লেষ | Questions Answers: Photosynthesis - Bigyanbook

Text size: Text size slider

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে সালোকসংশ্লেষ থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রে, সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স বা নিট্ পরীক্ষা, এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী। সালোকসংশ্লেষ থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


১) পৃথিবীর প্রথম সালোকসংশ্লেষকারী জীব কী?

উঃ- সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া।


২) পৃথিবীর প্রথম অক্সিজেন উৎপাদনকারী জীবের নাম কী?

উঃ- নীলাভ সবুজ শৈবাল।


৩) সালোকসংশ্লেষের জন্য উদ্ভিদ দেহ শোষণ করে আপতিত সূর্যালোকের —

উঃ- ৮৩% ।


৪) পৃথিবীর সমস্ত সালোকসংশ্লেষের ৯০% সালোকসংশ্লেষ কোথায় সম্পন্ন হয়?

উঃ- সমুদ্র এবং স্বাদুজলের শৈবালে।


৫) ক্লোরোপ্লাস্ট -এর কোথায় PS-II দেখা যায়?

উঃ- Appressed অঞ্চলে।


৬) আগ্রানাল ক্লোরোপ্লাস্ট কোথায় দেখা যায়?

উঃ- বান্ডিল-সীদ কোশে দেখা যায়।


৭) ক্লোরোপ্লাস্ট সালোকসংশ্লেষকারী রঞ্জককে আলাদা করা যায় কোনটি দ্বারা?

উঃ- পেপার ক্রোমাটোগ্রাফি এর দ্বারা।


৮) অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে স্ট্রোমাটোলাইট থেকে যে রঞ্জক পদার্থ পাওয়া গেছে তার নাম কী?

উঃ- ক্লোরোফিল-f ।


৯) Mg বিহীন ক্লোরোফিলকে কী বলে?

উঃ- ক্লোরোফিল-e ।


১০) ক্লোরোফিল -কে গাঢ় অ্যাসিড দ্বারা বিক্রিয়া ঘটালে কী উৎপন্ন হয়?

উঃ- ফিয়োফরবাইড-a ।


১১) ক্লোরোফিল-b এর বর্ণ কী?

উঃ- পীতাভ সবুজবর্ণ।


১২) আলোকের এবং অক্সিজেনের উপস্থিতিতে ক্লোরোফিলের ধ্বংস হয়ে যাওয়াকে কী বলে?

উঃ- ফটোঅক্সিডেশন ও সোলারাইজেশন বলে।


১৩) অ্যান্থোসায়ানিন রঞ্জক ক্ষারীয় মাধ্যমে কোন বর্ণ দেখায়?

উঃ- নীল বর্ণ দেখায়।


১৪) সালোকসংশ্লেষীয় এককে মোট ক্লোরোফিল অণুর সংখ্যা কত?

উঃ- ২০০-৩০০টি।


১৫) কোন বিজ্ঞানী কোয়ান্টাজোমকে 'সালোকসংশ্লেষীয় একক' বলেন?

উঃ- পার্ক ও বিগিনস্ ।


১৬) কোথায় সালোকসংশ্লেষের হার সবথেকে বেশি হয়?

উঃ- বিক্ষিপ্ত আলোকে সালোকসংশ্লেষের হার সবথেকে বেশি হয়।


১৭) লাল আলোর প্রতিটি ফোটন কণাতে মোট শক্তি থাকে —

উঃ- 40Kcal ।


১৮) জলে দ্রবণীয় একটি রঞ্জক পদার্থের নাম কী?

উঃ- অ্যান্থোসায়ানিন।


১৯) লালবর্ণের ফাইকোবিলিনকে কী বলে?

উঃ- ফাইকোএরিথ্রিন বলে।


২০) নীলবর্ণের ফাইকোবিলিনকে কী বলে?

উঃ- ফাইকোসায়ানিন বলে।


আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজ্ঞানবুক পড়ার জন্য।

এভাবেই পড়তে থাকুন বিজ্ঞানবুক।

ফলো করুন বিজ্ঞানবুক ফেসবুক, টুইটারে।

এই আর্টিকেলটি আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন।

সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল থেকে আপনি পাবেন বিভিন্ন বিষয়ের উপর পডকাস্ট বা অডিওবুক। এছাড়াও আপনি আরো অনেক আপডেট পাবেন।

ফলো করুন বিজ্ঞানবুক গুগল নিউজে। একেবারে উপরের দিকে গুগল নিউজের লিংক দেওয়া আছে।

আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পড়তে থাকুন, দেখতে থাকুন বিজ্ঞানবুক।



Last Updated: এপ্রিল ২৩, ২০২৫
Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
close