তড়িৎ ঋণাত্মকতা ও ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্য (The difference between electronegativity and electron addiction) - Bigyanbook

Text size:

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্য। তাহলে চলুন দেখে নেয়া যাক পার্থক্য গুলি।

www.bigyanbook.co.in


তড়িৎ ঋণাত্মকতা ও ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্য (The difference between electronegativity and electron addiction)


তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রন আসক্তি
১) কোন মৌলের পরমাণুর বন্ধনী ইলেকট্রন জোড় কে নিজের দিকে টানবার ক্ষমতাকে তার তড়িৎ ঋণাত্মকতা বলে। ১) কোনো মৌলের গ্যাসীয় পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষে একটি ইলেকট্রন প্রবেশ করে একটি গ্যাসীয় অ্যানায়ন এ পরিণত হবার সময় যে পরিমাণ শক্তি ত্যাগ করে তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বা তড়িৎ আসক্তি বলে।
২) তড়িৎ ঋণাত্মকতা কোনো মৌলের পরমাণুর অণুর মধ্যে বন্ধন দ্বারা যুক্ত অবস্থার ধর্ম। ২) ইলেকট্রন আসক্তি কোন মৌলের পরমাণুর বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর ধর্ম।
৩) তড়িৎ ঋণাত্মকতার কোনো একক নেই। বিভিন্ন স্কেলে এর মান সংখ্যার সাহায্যে প্রকাশিত হয়। ৩) এর একক eV/পরমাণু বা Kcal/mol বা kJ/mol.



আরো বিভিন্ন তথ্য সম্পর্কে জানার জন্য বিজ্ঞান বুক ফলো করতে থাকুন। পড়তে থাকুন বিজ্ঞান বুকের অন্যান্য আর্টিকেল গুলি। শেয়ার করুন বিজ্ঞান বুকের এই আর্টিকেলটি। আপনার আত্মীয়-পরিজন বন্ধুদেরকে বিজ্ঞান বুকের বিষয়ে জানান এবং তাদেরকে বিজ্ঞান বুক পড়তে বলুন। সাবস্ক্রাইব করুন বিজ্ঞান বুক ইউটিউব এ। লাইক এবং ফলো করুন বিজ্ঞান বুক ফেসবুকে। 

বিজ্ঞান বুক হলো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি অন্যতম ওয়েবসাইট। দেখতে থাকুন বিজ্ঞান বুক। আরো অনেক বেশি তথ্য জানার জন্য। শেয়ার করুন বিজ্ঞান বুক এর প্রতিটি আর্টিকেল আপনার আত্মীয়-পরিজন বন্ধু-বান্ধবদের সঙ্গে। ধন্যবাদ।।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন