ইলেকট্রোফাইল কাকে বলে? | ইলেকট্রোফাইলের বৈশিষ্ট্য (What is Electrophile? Characteristics of Electrophile) - Bigyanbook

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো ইলেকট্রোফাইল সম্পর্কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক।

www.bigyanbook.co.in — What is Electrophile? Characteristics of Electrophile, Electrophile


প্রথমেই আমরা জানবো,

ইলেকট্রোফাইল কাকে বলে?

যে সব বিকারক ইলেকট্রন ঘাটতি সম্পন্ন এবং যারা ইলেকট্রন সমৃদ্ধ অণু বা অ্যানায়ন থেকে ইলেকট্রন জোড় গ্ৰহণ করে তার সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তাদের ইলেকট্রোফাইল বলে।


ইলেকট্রোফাইল এর উদাহরণ :-

পজিটিভ ইলেকট্রোফাইল

H+ , CI+ , +NO , H3O+ , C+ ইত্যাদি।

প্রশম ইলেকট্রোফাইল

BF3 , AICl3 , FeCl2 , SbCl2 ইত্যাদি।


এবার দেখবো ইলেকট্রোফাইলের বৈশিষ্ট্য,

ইলেকট্রোফাইলের বৈশিষ্ট্য

১) ইহা ইলেকট্রন ঘাটতি সম্পন্ন বিকারক।

২) ইহা ইলেকট্রন জোড় গ্ৰহণ করতে পারে বলে এদের লুইস অ্যাসিড হিসেবে গণ্য করা যায়।

৩) অ্যানায়ন বা ইলেকট্রন সমৃদ্ধ অণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হতে পারে।

৪) ইলেকট্রোফাইল ধনাত্মক আধান যুক্ত ও প্রশম অণু হতে পারে।

৫) ইলেকট্রোফাইল ইলেকট্রন গ্ৰহণ করে বলে বিক্রিয়ায় এরা জারণধর্মী বা অম্লধর্মী।


আরো বিভিন্ন তথ্য সম্পর্কে জানার জন্য বিজ্ঞান বুক ফলো করতে থাকুন। পড়তে থাকুন বিজ্ঞান বুকের অন্যান্য আর্টিকেল গুলি। শেয়ার করুন বিজ্ঞান বুকের এই আর্টিকেলটি। আপনার আত্মীয়-পরিজন বন্ধুদেরকে বিজ্ঞান বুকের বিষয়ে জানান এবং তাদেরকে বিজ্ঞান বুক পড়তে বলুন। সাবস্ক্রাইব করুন বিজ্ঞান বুক ইউটিউব এ। লাইক এবং ফলো করুন বিজ্ঞান বুক ফেসবুকে।  

বিজ্ঞান বুক হলো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি অন্যতম ওয়েবসাইট। দেখতে থাকুন বিজ্ঞান বুক। আরো অনেক বেশি তথ্য জানার জন্য। শেয়ার করুন বিজ্ঞান বুক এর প্রতিটি আর্টিকেল আপনার আত্মীয়-পরিজন বন্ধু-বান্ধবদের সঙ্গে। ধন্যবাদ।।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post