টীকা : হাইড্রোবোরেশন বিক্রিয়া | Hydroboration reaction - Bigyanbook

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো হাইড্রোবোরেশন বিক্রিয়া -এর টীকা। তাহলে চলুন দেখে নেওয়া যাক।

www.bigyanbook.co.in — Hydroboration reaction

হাইড্রোবোরেশন বিক্রিয়া

প্রোপিলিন শুষ্ক ডাই ইথাইল ইথারে দ্রবীভূত ডাইবোরনের সাথে সাধারণ উষ্ণতায় দ্রুত বিক্রিয়া করে ট্রাই প্রোপাইল বোরন উৎপন্ন করে। এই যৌগটি NaOH এর গাঢ় জলীয় দ্রবণে ক্ষারীয় H2O2 এর সঙ্গে বিক্রিয়া করে বর্ণহীন তরল নর্মাল প্রোপানল এবং সাদা কঠিন H2BO3 উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে হাইড্রোবোরেশন বিক্রিয়া বলে।


3CH3—CH=CH2 (প্রোপিলিন) + (B2H6 / ইথার) → (CH3—CH2—CH2—)3B (ট্রাইপ্রোপাইল বোরন) + (H2O2 / NaOH + H2O) → 3CH3—CH2—CH2OH (n-প্রোপানল) + H3BO3 (বোরিক অ্যাসিড)


আরো বিভিন্ন তথ্য সম্পর্কে জানার জন্য বিজ্ঞান বুক ফলো করতে থাকুন। পড়তে থাকুন বিজ্ঞান বুকের অন্যান্য আর্টিকেল গুলি। শেয়ার করুন বিজ্ঞান বুকের এই আর্টিকেলটি। আপনার আত্মীয়-পরিজন বন্ধুদেরকে বিজ্ঞান বুকের বিষয়ে জানান এবং তাদেরকে বিজ্ঞান বুক পড়তে বলুন। সাবস্ক্রাইব করুন বিজ্ঞান বুক ইউটিউব এ। লাইক এবং ফলো করুন বিজ্ঞান বুক ফেসবুকে।  

বিজ্ঞান বুক হলো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি অন্যতম ওয়েবসাইট। দেখতে থাকুন বিজ্ঞান বুক। আরো অনেক বেশি তথ্য জানার জন্য। শেয়ার করুন বিজ্ঞান বুক এর প্রতিটি আর্টিকেল আপনার আত্মীয়-পরিজন বন্ধু-বান্ধবদের সঙ্গে। ধন্যবাদ।।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post