নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই পোস্টে আমরা জানবো চারগাফের সূত্র। তাহলে চলুন দেখে নিই।

এই সূত্র আবিষ্কার করেছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অস্ট্রিয়ান-আমেরিকান বায়োকেমিস্ট এরউইন চারগাফ। তার নাম অনুসারে এই সূত্রের নামকরণ করা হয় চারগাফের সূত্র।
চারগাফের সূত্র
চারগাফের সূত্র অনুযায়ী, জীবের যে কোনো কোশের DNA তে, 1:1 অনুপাতে পিরিমিডিন ও পিউরিন বেস, গুয়ানিন ও সাইটোসিন বেস এবং অ্যাডেনিন ও থাইমিন বেস থাকা উচিত।
এই হলো চারগাফের সূত্র। কেমন লাগছে বিজ্ঞান বুক পড়তে অবশ্যই জানান নীচের কমেন্ট বক্সে আপনার কমেন্ট করে। শেয়ার করুন এই পোস্টটি। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ। ধন্যবাদ। পড়তে থাকুন বিজ্ঞান বুক।