বহিঃনিষেক ও অন্তঃনিষেকের পার্থক্য

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো বহিঃ নিষেক এবং অন্তঃ নিষেকের মধ্যে পার্থক্য। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


নিষেক কাকে বলে ?

উত্তর: পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলে।

নিষেক কয় প্রকার ও কী কী ?

উত্তর: নিষেক দুই প্রকারের হয়, যথা— বহিঃ নিষেক এবং অন্তঃ নিষেক।

বহিঃ নিষেক কাকে বলে ?

উত্তর: নিষেক যখন দেহের বাইরে ঘটে তখন তাকে বহিঃ  নিষেক বলে। বহিঃ নিষেক ঘটে এমন প্রাণীর উদাহরণ হল, মাছ, ব্যাঙ প্রভৃতি।

অন্তঃ নিষেক কাকে বলে ?

উত্তর: নিষেক যখন দেহের অভ্যন্তরে ঘটে তখন তাকে অন্তঃ নিষেক বলে। অন্তঃ নিষেক ঘটে এমন প্রাণীর উদাহরণ হল, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী প্রাণীদের অন্তঃ নিষেক ঘটে।

আরও পড়ুন: সংশ্লেষ ও নিষেকের পার্থক্য

এবারে আমরা জানবো আমাদের এই আর্টিকেলের প্রধান বিষয় বহিঃ নিষেক এবং অন্তঃ নিষেকের পার্থক্য।

বহিঃনিষেক ও অন্তঃনিষেকের পার্থক্য

বহিঃনিষেকঅন্তঃনিষেক
1) এটি স্ত্রী প্রাণীর দেহের বাইরে ঘটে।1) এটি স্ত্রী প্রাণীর দেহের অভ্যন্তরে ঘটে।
2) প্রচুর পরিমাণে গ্যামেট জলে নিক্ষিপ্ত হয় এবং জলেই নিষেক সম্পন্ন হয়।2) তুলনামূলকভাবে গ্যামেট উৎপন্ন কম হয়। পুরুষ প্রাণীর সঙ্গম অঙ্গের মাধ্যমে স্ত্রীদেহে শুক্রাণুর প্রবেশ ঘটে।
3) এই ক্ষেত্রে নিষেকের সম্ভাবনা কম, কারণ প্রচুর গ্যামেট নষ্ট হয়ে যায়।3) এক্ষেত্রে গ্যামেট অভ্যন্তরীণ পরিবেশে থাকায় নষ্ট হয়ে যাবার সম্ভাবনা কম থাকে।
4) উদাহরণ: অস্থি বিশিষ্ট মাছ, উভচর, বেশিরভাগ শৈবাল।4) উদাহরণ: সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী, মসবর্গ, ফার্ন বর্গ, ব্যক্তবীজী, গুপ্তবীজী উদ্ভিদ ইত্যাদি।


আরও পড়ুন: নিষেকের সুবিধা ও অসুবিধা

কেমন লাগছে আপনার বিজ্ঞান বুক পড়তে অবশ্যই জানান আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে। আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনি যদি এখনও পর্যন্ত আমাদেরকে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনি ইউটিউবে গিয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন। আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সঙ্গে। পড়তে থাকুন বিজ্ঞান বুক। ধন্যবাদ।।

Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন