বিপরীত অভিস্রবণ

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো বিপরীত অভিস্রবণ বা বিপরীত অসমোসিস সম্পর্কে। এছাড়াও থাকবে বেশ কিছু প্রশ্ন উত্তর। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


কোন দ্রবণ এবং তার বিশুদ্ধ দ্রাবক কে একটি অর্ধ ভেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখলে, বিশুদ্ধ দ্রাবক ওই অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে দ্রবণের দিকে প্রবাহিত হয়। এই ঘটনা হলো অভিস্রবণ প্রক্রিয়া। অভিস্রবণ বন্ধ করার জন্য দ্রবণের উপর অভিস্রবণ চাপের সমান চাপ প্রয়োগ করতে হয়। এই প্রযুক্ত চাপ, অভিস্রবণ চাপ অপেক্ষা বেশি হলে, দ্রাবকের প্রবাহ দ্রবণ থেকে বিশুদ্ধ দ্রাবকের অভিমুখে ঘটে।


বিপরীত অভিস্রবণ কাকে বলে ?

অভিস্রবণ বন্ধ করার জন্য দ্রবণের উপর অভিস্রবণ চাপের সমান চাপ প্রয়োগ করে অভিস্রবণজনিত প্রবাহের বিপরীত অভিমুখে দ্রাবকের প্রবাহকে বিপরীত অভিস্রবণ বলে।


বিপরীত অভিস্রবণ এর প্রয়োগ

বিপরীত অভিস্রবণ প্রক্রিয়াকে কাজে লাগিয়ে সমুদ্রে লবণাক্ত জল থেকে লবণ মুক্ত পানীয় জল উৎপাদন করা হয়। একটি অর্ধভেদ্য পর্দার একদিকে লবণাক্ত জল এবং অন্য দিকে বিশুদ্ধ জল রেখে, লবণাক্ত জলের উপর এমন পরিমাণ চাপ প্রয়োগ করা হয় যার মান লবণাক্ত জলের অভিস্রবণ চাপ অপেক্ষা বেশি। এই চাপ প্রয়োগের ফলে বিপরীত অভিস্রবণ প্রক্রিয়ায় লবণাক্ত জল মধ্যস্থ জল অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে বিশুদ্ধ জলের অভিমুখে গমন করে। এইভাবে লবণাক্ত জল থেকে লবণ মুক্ত জল উৎপাদন করা হয়। এই প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা হিসেবে সেলুলোজ অ্যাসিটেট এর ব্যবহার করা হয়।


প্রশ্ন উত্তর

অভিস্রবণের গুরুত্ব

1. অভিস্রবণ এর মাধ্যমে স্থলজ উদ্ভিদ মূল রোম দ্বারা মাটি থেকে এবং জলজ উদ্ভিদ সারা দেহ দিয়ে জল শোষণ করে।

2. বীজের অঙ্কুরোদগম ও কোষের বৃদ্ধিতে অভিস্রবণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

3. পত্ররন্ধের উন্মোচন এবং বন্ধ হওয়া, ফুলের দলমন্ডলের বিকাশ ইত্যাদি অভিস্রবণের দ্বারা নিয়ন্ত্রিত হয়।

4. অভিস্রবণ প্রক্রিয়া দ্বারা প্রাণী কোষের বাইরে ও ভিতরে জলের ভারসাম্য বজায় থাকে।

5. রক্ত থেকে কলায় জলের আদান-প্রদান অভিস্রবণ এর মাধ্যমে ঘটে।


হাইপোটোনিক দ্রবণ কাকে বলে ?

অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত দুটি দ্রবণের মধ্যে যার অভিস্রবণ চাপ কম, সেটিকে অপরটির সাপেক্ষে হাইপোটোনিক দ্রবণ বলে।


হাইপারটোনিক দ্রবণ কাকে বলে ?

অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত দুটি দ্রবণের মধ্যে যার অভিস্রবণ চাপ বেশি, সেটিকে অপরটির সাপেক্ষে হাইপারটোনিক দ্রবণ বলে।


হিমোলিসিস কাকে বলে ?

লোহিত কণিকাকে পাতিত জলে রাখলে, জল অভিস্রবণ প্রক্রিয়ায় লোহিত কণিকার মধ্যে প্রবেশ করে। এর ফলে লোহিত কণিকা স্ফীত হতে থাকে এবং অবশেষে ফেটে যায়। এই ঘটনাকে হিমোলিসিস বলে।


প্রমাণ লবণ জল কাকে বলে ? বা নরমাল স্যালাইন কাকে বলে ?

0.84% NaCl এর জলীয় দ্রবণকে প্রমাণ লবণ জল বা নরমাল স্যালাইন বলে।


আপনাকে অসংখ্য ধন্যবাদ! নীচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার মতামত। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ। বিভিন্ন আপডেট পাওয়ার জন্য জয়েন করুন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সঙ্গে। ধন্যবাদ।

Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন