বিবর্ধক কাচ

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো বিবর্ধক কাচ সম্পর্কে। এর সঙ্গে থাকবে অন্যান্য প্রশ্ন উত্তর এবং বিভিন্ন তথ্য। তাহলে চলুন সবকিছু দেখে নিই।

www.bigyanbook.co.in

আপনারা হয়তো প্রায় সবাই দেখেছেন এই বিবর্ধক কাচের বিভিন্ন ব্যবহার। এই বিবর্ধক কাচ আমাদের চলতি ভাষায় আতস কাঁচ হিসেবে প্রচলিত আছে। বিভিন্ন সূক্ষ্ম যন্ত্রপাতির দোকানে বা কোন টিভি বা এই ধরনের কোন যন্ত্রাংশ সারানোর দোকানে আমরা অধিকাংশ সময়ে এই কাঁচের ব্যবহার দেখেছি। তো এই বিবর্ধক কাচ সম্পর্কে আমাদের একটা সোজা ধারণা হলো যে কোন ছোট জিনিসকে এই কাঁচের সাহায্যে বড় করে দেখা যায়। কোন ছোট জিনিসের উপর এই কাচ রাখলে সেই জিনিসটাকে আমরা আমাদের চোখে বড় দেখতে পাই যার ফলে আমাদের জিনিসটাকে দেখতে সুবিধে হয়।


উত্তল লেন্সের ফোকাস দূরত্ব অপেক্ষা কম দূরত্বে কোন বস্তু রাখলে, বস্তুর বিবর্ধিত অসদ ও সোজা প্রতিবিম্ব গঠিত হয়। এই ধর্মকে কাজে লাগিয়ে উত্তল লেন্সকে বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা হয়।


বিবর্ধক কাচ কাকে বলে ?

বিবর্ধক কাচ হলো একটি উত্তল লেন্স যার ফোকাস দূরত্বের মধ্যে বস্তু রেখে বিপরীত দিক থেকে দেখলে, বস্তুটির অসদ, সোজা ও বড়ো আকারের প্রতিবিম্ব চোখে দেখা যায়।


বিবর্ধক কাচ তথা উত্তর লেন্সটি হাতল যুক্ত একটি গোলাকার ফ্রেমে আটকানো থাকে।


বিবর্ধক কাচের ক্ষমতা

উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য কম হলে, এর ক্ষমতা বাড়ে এবং প্রতিবিম্বের বিবর্ধনও বেড়ে যায়। তাই বিবর্ধক কাচ কম ফোকাস দৈর্ঘ্যের হলে ভালো হয়।


বিবর্ধক কাচের ব্যবহার

১) ছোট অক্ষরে লেখা পড়তে বিবর্ধক কাচ সাহায্য করে।

২) ঘড়ির অতি সুক্ষ্ম সুক্ষ্ম যন্ত্রপাতি দেখতে বিবর্ধক কাচ সাহায্য করে।

৩) পরীক্ষাগারে যন্ত্রের সুক্ষ্ম পাঠ, স্পষ্ট এবং বড়ো করে দেখার প্রয়োজনে বিবর্ধক কাচের ব্যবহার করা হয়।


প্রশ্ন উত্তর

আমরা আগেই বলেছি যে আমরা বিবর্ধক কাচ সম্পর্কে জানার পরে প্রশ্ন উত্তর এবং বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করবো। তাই এবারে আমরা দেখে নেবো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে চলুন সবকিছু এক ঝলকে দেখে নিই।


প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে ?

প্রতিবিম্বের আকার বস্তুর আকারে যত গুণ তাকে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন বলে।


প্রতিবিম্বের রৈখিক বিবর্ধনের সূত্র

প্রতিবিম্বের রৈখিক বিবর্ধনের সূত্র হলো m=v/u

যেখানে, m = রৈখিক বিবর্ধন, v = প্রতিবিম্ব দূরত্ব এবং u = বস্তু দূরত্ব।


উত্তর লেন্সে প্রতিবিম্ব গঠনের জন্য কোন ধর্মকে কাজে লাগানো হয় ?

উত্তর লেন্সের প্রতিবিম্ব গঠনের জন্য যে সমস্ত ধর্মগুলিকে কাজে লাগানো হয় সেগুলি হল, 

১) প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর ফোকাস দিয়ে যায়।

২) আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যে রশ্মি যায়, তার কোনো চুত্যি ঘটে না, তা সোজা বেরিয়ে যায়।


উত্তর লেন্সে বস্তু যখন ফোকাসে অবস্থিত থাকে তখন তার প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে ?

উত্তল লেন্সে বস্তু যখন প্রকাশে অবস্থিত থাকে তখন তার প্রতিবিম্বের বৈশিষ্ট্য :

১) প্রতিবিম্ব টি সদ এবং অবশীর্ষ অথবা উল্টো হয়।

২) প্রতিবিম্বটি অসীম দূরত্বে গঠিত হয়।

৩) প্রতিবিম্বতি আকারে অত্যন্ত বড় হয়।


বিবর্ধক কাচে কি ধরনের লেন্স ব্যবহৃত হয় ?

বিবর্ধক কাচে উত্তল লেন্স ব্যবহৃত হয়।


উত্তল লেন্সের ফোকাসে বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব গঠিত হয় ?

উত্তল লেন্সের ফোকাসে বস্তু রাখলে অসীম দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়।


তোমাদের যদি আরো কিছু প্রশ্নোত্তর বা তথ্য জানার থাকে তাহলে অবশ্যই তোমরা নীচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের প্রশ্ন উত্তর যা আছে সবকিছু লিখে কমেন্ট করবে।


বিজ্ঞানবুক ওয়েবসাইটে ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো সাজেশন থাকলে বা আমাদের কোনো কিছু জানাতে হলে অবশ্যই আমাদের জানান 'Contact us' পেজে গিয়ে।

ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করুন এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ। ফেসবুকে আমাদেরকে লাইক ফলো করার জন্য 'Follow us' এ গিয়ে 'Facebook' আইকনের উপর ক্লিক করলে আমাদের ফেসবুক পেজ খুলে যাবে।

এছাড়াও আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউটিউবে। ইউটিউবে সাবস্ক্রাইব করার জন্য একইভাবে 'Follow us' এ গিয়ে 'YouTube' আইকনের উপর ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেল খুলে যাবে।

এছাড়াও আপনি আমাদেরকে কু- অ্যাপ এ ফলো করতে পারেন। সেই জন্যই আপনি খুব অ্যাপ এ গিয়ে সার্চ করুন Bigyanbook এবং ফলো করুন আমাদেরকে কু অ্যাপে।

আপনি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। এইখানে আমরা পোস্ট করি বিভিন্ন ধরনের আমাদের নতুন নতুন আর্টিকেল প্রশ্নোত্তর এবং আরো বেশ কিছু জিনিস যা আপনার প্রয়োজনে লাগতে পারে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার জন্য একইভাবে নীচে 'Follow us' এ গিয়ে 'Join Telegram' আইকনের উপর ক্লিক করলে আমাদের অফিসিয়াল টেলিগ্ৰাম চ্যানেল খুলে যাবে।

পড়তে থাকুন বিজ্ঞান বুক। শেয়ার করতে থাকুন আমাদের বিভিন্ন আর্টিকেলগুলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট!

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post