স্নায়ুতন্ত্র কাকে বলে ?

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো স্নায়ুতন্ত্র কাকে বলে সেই সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in

স্নায়ুতন্ত্র কাকে বলে ?

স্নায়ুকোশ দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে উদ্দীপনা গ্ৰহণ, উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন হয় তাকে স্নায়ুতন্ত্র বলে।


মানুষ তথা প্রাণীদের স্নায়ুতন্ত্রের গঠনমূলক উপাদান হল নিউরোন বা স্নায়ু কোষ এবং নিউরোগ্লিয়া বা ধারক কোষ। নিউরনের মৃত্যুর পর নিউরোগ্লিয়া তার স্থান দখল করে।

নিউরোন হলো স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদান।


স্নায়ুতন্ত্রের উপাদান

স্নায়ুতন্ত্রের গঠনমূলক উপাদান

স্নায়ুতন্ত্রের গঠনমূলক উপাদান হলো দুটি। নিউরোন বা স্নায়ু কোষ এবং নিউরোগ্লিয়া বা ধারক কোশ।


নিউরোন কাকে বলে ?

কোশদেহ এবং সমস্ত প্রকারের প্রবর্ধক দ্বারা গঠিত স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানকে নিউরোন বলে।


নিউরোনের কাজ

নিউরোনের প্রধান কাজ হল স্নায়ু স্পন্দন পরিবহন করা। সংজ্ঞাবহ নিউরোন স্নায়ু আবেগকে রিসেপটার থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং চেষ্টীয় নিউরোন প্রতিক্রিয়াকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে বা কারক অঙ্গে বহন করে।


নিউরোগ্লিয়া কাকে বলে ?

স্নায়ুতন্ত্রের যে পরিবর্তিত যোগকলা স্নায়ুস্পন্দন পরিবহন করতে পারে না, তাকে নিউরোগ্লিয়া বলে।


নিউরোগ্লিয়ার কাজ

এরা ধারক কোশ হিসেবে কাজ করে। আগ্ৰাসী কোশ হিসেবে কাজ করে। স্নায়ুকোশে আয়ন পরিবহনে সহায়তা করে। মায়োলিন সিদ গঠনে অংশ নেয়।


স্নায়ুতন্ত্রের কার্যমূলক উপাদান

স্নায়ুতন্ত্রের কার্যমূলক উপাদান গুলি হলো, রিসেপটর (Receptor) বা গ্রাহক, নিউরোন বা বাহক, স্নায়ুকেন্দ্র এবং ইফেক্টর বা কারক।


রিসেপটর কাকে বলে ?

স্নায়ুতন্ত্রের যে উপাদান পরিবেশ থেকে এবং দেহের অভ্যন্তর থেকে উদ্দীপনা গ্রহণ করে তাদের রিসেপ্টর বা গ্রাহক বলে।


নিউরোন কাকে বলে ?

কোশদেহ এবং সমস্ত প্রকারের প্রবর্ধক দ্বারা গঠিত স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানকে নিউরোন বলে।


স্নায়ুকেন্দ্র

সুষুম্নাকান্ড ও মস্তিষ্ক স্নায়ুকেন্দ্র রূপে কাজ করে। এখানে সংজ্ঞাবহ উদ্দীপনা, চেষ্টীয় উদ্দীপনাতে রূপান্তরিত হয়।


ইফেকটর কাকে বলে ?

জীবদেহের যেসব তন্ত্র বিভিন্ন উদ্দীপনায় উদ্দীপিত হয় তাদেরই ইফেকটর বা কারক বলে।



স্নায়ুতন্ত্রের কাজ (Function of nervous system)

১) সমন্বয়সাধন: স্নায়ুতন্ত্র প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সংযোগ রক্ষা করে তাদের কাজের মধ্যে সমন্বয় ঘটায়।

২) উদ্দীপনায় সাড়া দেওয়া: বিভিন্ন উদ্দীপনায় প্রয়োজনমতো সাড়া দিয়ে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে প্রাণীকে খাপ খাইয়ে নিতে বা মানিয়ে নিতে স্নায়ুতন্ত্র সাহায্য করে।

৩) পেশী ও গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ: স্নায়ুতন্ত্র প্রাণী দেহের বিভিন্ন পেশির সংকোচন ও গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে।

৪) মানসিক ও প্রতিবর্ত ক্রিয়া পরিচালন: মানসিক অনুভূতি, বুদ্ধি, বিচার, চিন্তা ইত্যাদি মানসিক ক্রিয়া ও প্রতিবর্ত ক্রিয়া পরিচালনা করা হলো স্নায়ুতন্ত্রের অন্যতম প্রধান কাজ।


স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ

স্নায়ুতন্ত্র কে তিনটি প্রধান ভাগ ভাগ করা যায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র।


স্নায়ুতন্ত্রের বৈশিষ্ট্য

1. স্নায়ুতন্ত্র স্নায়ুকলা দ্বারা গঠিত।

2. উদ্দীপনা গ্রহণ করে এবং উদ্দীপনায় সাড়া দেওয়ার মাধ্যমে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে।

3. দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্যে সমন্বয় বজায় রাখে।


প্রশ্ন উত্তর

উদ্দীপনা কাকে বলে ?

যে যান্ত্রিক, রাসায়নিক বা ভৌত পরিবর্তন দেহকে বা দেহের কোনো অংশকে উত্তেজিত করতে পারে তাকে উদ্দীপনা বলে।


ধূসর পদার্থ কাকে বলে ?

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশে কেবল নিউরোনের কোষ দেহ থাকে তাকে ধূসর পদার্থ বলে।


শ্বেত পদার্থ কাকে বলে ?

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশে কেবল স্নায়ুতন্তু থাকে তাকে শ্বেত পদার্থ বলে।


স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক একক কোনটি ?

স্নায়ুতন্ত্রের গঠনমূলক এবং কার্যমূলক একক হলো নিউরোন।


কেন স্নায়ু উদ্দীপনা একমুখী হয় ?

কারণ, নিউরোট্রান্সমিটার শুধুমাত্র অ্যাক্সন প্রান্তে অবস্থিত, কিন্তু ডেনড্রাইট বা কোশ দেহে থাকে না। সেই কারণে উদ্দীপনা কোষ দেহ থেকে ডেনড্রাইটে পৌঁছালেও মুক্ত হতে পারে না।


স্নায়ুতন্ত্রের কাজের পর্যায় গুলি কি কি ?

স্নায়ুতন্ত্রের কাজ চারটি পর্যায় সম্পন্ন হয়। যেগুলি হল —

i) উদ্দীপনা গ্রহণ।

ii) গৃহীত উদ্দীপনাকে স্নায়ু কেন্দ্রে প্রেরণ করা।

iii) স্নায়ু কেন্দ্র থেকে ক্রিয়াস্থানে আদেশ প্রেরণ করা।

iv) কার্য সম্পাদন।


প্রবর্ধক কয় প্রকার ও কি কি ?

প্রবর্ধক দুই প্রকার। যথা, অ্যাকশন ও ডেনড্রন।


নিউরোনের দুটি প্রধান অংশ কি কি ?

নিউরোনের দুটি প্রধান অংশ হলো, কোষ দেহ বা সেল বডি এবং প্রবর্ধক বা প্রসেস।


তোমাদের যদি আরো কিছু প্রশ্নোত্তর বা তথ্য জানার থাকে তাহলে অবশ্যই তোমরা নীচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের প্রশ্ন উত্তর যা আছে সবকিছু লিখে কমেন্ট করবে।


বিজ্ঞানবুক ওয়েবসাইটে ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো সাজেশন থাকলে বা আমাদের কোনো কিছু জানাতে হলে অবশ্যই আমাদের জানান 'Contact us' পেজে গিয়ে।

ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করুন এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ। ফেসবুকে আমাদেরকে লাইক ফলো করার জন্য 'Follow us' এ গিয়ে 'Facebook' আইকনের উপর ক্লিক করলে আমাদের ফেসবুক পেজ খুলে যাবে।

এছাড়াও আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউটিউবে। ইউটিউবে সাবস্ক্রাইব করার জন্য একইভাবে 'Follow us' এ গিয়ে 'YouTube' আইকনের উপর ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেল খুলে যাবে।

এছাড়াও আপনি আমাদেরকে কু- অ্যাপ এ ফলো করতে পারেন। সেই জন্যই আপনি খুব অ্যাপ এ গিয়ে সার্চ করুন Bigyanbook এবং ফলো করুন আমাদেরকে কু অ্যাপে।

আপনি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। এইখানে আমরা পোস্ট করি বিভিন্ন ধরনের আমাদের নতুন নতুন আর্টিকেল প্রশ্নোত্তর এবং আরো বেশ কিছু জিনিস যা আপনার প্রয়োজনে লাগতে পারে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার জন্য একইভাবে নীচে 'Follow us' এ গিয়ে 'Join Telegram' আইকনের উপর ক্লিক করলে আমাদের অফিসিয়াল টেলিগ্ৰাম চ্যানেল খুলে যাবে।

পড়তে থাকুন বিজ্ঞান বুক। শেয়ার করতে থাকুন আমাদের বিভিন্ন আর্টিকেলগুলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট!

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post