Text size:
Text size slider
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো নোটোকর্ড ও নার্ভ কর্ড এর পার্থক্য (Difference between Notochord and Nerve cord) তাহলে চলুন দেখে নিই পার্থক্য গুলি।
![]() |
নোটোকর্ড ও নার্ভ কর্ডের পার্থক্য |
নোটোকর্ড ও নার্ভ কর্ডের পার্থক্য
নোটোকর্ড | নার্ভকর্ড |
---|---|
১) নোটোকর্ড নিরেট। | ১) নার্ভকর্ড ফাঁপা। |
২) নোটোকর্ড গহ্বর যুক্ত চ্যাপ্টা কোষ দ্বারা যুক্ত। | ২) নার্ভকর্ড নিউরোন দ্বারা যুক্ত। |
৩) নোটোকর্ড দেহের অক্ষীয় ভার (Axial support) বহনে সহায়তা করে। | ৩) নার্ভ কর্ড দেহের আবেগ পরিবহনে সহায়তা করে। |
৪) নোটোকর্ড কর্ডামেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। | ৪) নার্ভকর্ড এক্টোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। |
৫) অমেরুদন্ডী কর্ডাটাদের ক্ষেত্রে সারা জীবন এবং মেরুদন্ডীদের ক্ষেত্রে পরিণত অবস্থায় নোটোকর্ড আংশিক বা সম্পূর্ণ ভাবে মেরুদন্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। | ৫) নার্ভকর্ড, নোটোকর্ড যুক্ত প্রাণী দের পৃষ্ঠদেশে এবং অমেরুদন্ডী দের অঙ্কীয় দেশে অবস্থান করে। |
কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে? অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনি কি Bigyanbook এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। ফলো করুন বিজ্ঞানবুক -কে ফেসবুকে। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সাথে। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।।
Last Updated: April 24, 2025