উভচর প্রাণী: সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো উভচর প্রাণী কাকে বলে? উভচর প্রাণীর বৈশিষ্ট্য ও উভচর প্রাণীর উদাহরণ সম্পর্কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক।

www.bigyanbook.co.in
উভচর প্রাণী


প্রথমেই আমরা জানবো উভচর প্রাণী কাকে বলে বা উভচর প্রাণীর সংজ্ঞা।


উভচর প্রাণী কাকে বলে?

উত্তর: যেসমস্ত প্রাণীরা জীবনের কিছু সময় স্থলে এবং কিছু সময় জলে বসবাস করে তাদের উভচর প্রাণী বলে।


এই হলো উভচর প্রাণী কাকে বলে তার সংজ্ঞা। এবার আমরা উভচর প্রাণীর বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জানবো।


উভচর প্রাণীর বৈশিষ্ট্য

1) দেহত্বক নগ্ন, সিক্ত এবং গ্রন্থিময়।

2) দেহে কোনো আঁশ থাকে না। থাকলেও তা ত্বকের ভিতরে থাকে।

3) দু জোড়া পদ বর্তমান। অগ্র পদে চারটি এবং পশ্চাৎপদে পাঁচটি নখ বিহীন আঙ্গুল বর্তমান (বর্গ - অ্যাপোডা ব্যাতীত)। পশ্চাৎপদ জলজ অভিযোজন এর জন্য লিপ্তপদ গঠন করে।

4) চক্ষু পল্লব যুক্ত এবং সঞ্চারণশীল।

5) করোটিতে দুটি অক্সিপিটাল কনডাইল থাকে।

6) বহিঃকর্ণ থাকে না। কর্ণপটহ সুস্পষ্ট।

7) হৃদপিণ্ড তিন প্রকোষ্ঠ যুক্ত। দুটি অলিন্দ এবং একটি নিলয় নিয়ে গঠিত হৃৎপিণ্ড।


তাহলে আমরা জানলাম উভচর শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্য। এবার আমরা উভচর শ্রেণীর কয়েকটি প্রাণীর উদাহরণ জানবো।


উভচর প্রাণীর উদাহরণ

সোনাব্যাং (Rana tigrina) , জেনোপাস (Xenopus laevis)


কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে? অবশ্যই জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনি কি Bigyanbook এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল। ফলো করুন বিজ্ঞানবুক -কে ফেসবুকে। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সাথে। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।।

Comments

Now Trending

আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য

বহিঃনিষেক ও অন্তঃনিষেকের পার্থক্য

তড়িৎচালক বল ও বিভব প্রভেদ এর মধ্যে পার্থক্য

ট্যাক্সোনমি কাকে বলে এবং এর গুরুত্ব

উচ্চমাধ্যমিক কম্পিউটার সায়েন্স সাজেশন | HS Computer Science Suggestion | PART-2

উচ্চমাধ্যমিক কম্পিউটার সায়েন্স সাজেশন | HS Computer Science Suggestion | PART-3

আলোক দশা ও অন্ধকার দশার মধ্যে পার্থক্য

অ্যাক্সন ও ডেনড্রন এর পার্থক্য

Madhyamik 2026 Physical Science Suggestion (English version) Set-3

HS Biology Suggestion 2026 | উচ্চমাধ্যমিক জীববিদ্যা সাজেশন | SET-3