ভারী জল কাকে বলে?

Text size:

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই পোস্টে আমরা জানবো ভারী জল সম্পর্কে। 

Bigyanbook


ভারী জল হলো জলের একটি প্রকার যেখানে একটি ভারী আইসোটোপ যার নাম ডিউটেরিয়াম উপস্থিত থাকে। আপনারা জানেন যে অক্সিজেন এবং হাইড্রোজেন নিয়ে জল তৈরি হয়। তবে ভারী জলের ক্ষেত্রে হাইড্রোজেনের পরিবর্তে ডিউটেরিয়াম থাকে।

ভারী জলের সংজ্ঞা 

যে জলে হাইড্রোজেনের পরিবর্তে ডিউটেরিয়াম নামক আইসোটোপ উপস্থিত থাকে তাকে ভারী জল বলে।


সাধারণ জলে হাইড্রোজেন-১ আইসোটোপ উপস্থিত থাকে। 

ডিউটেরিয়ামের সংকেত হলো : D2O

ডিউটেরিয়াম (D) হল হাইড্রোজেনের একটি আইসোটোপ।

ডিউটেরিয়াম এ একটি প্রোটন এবং একটি নিউট্রন থাকে তাই এর পারমাণবিক ওজন হলো = ২ ।

ভারী জলের স্ফুটনাংক (boiling point) = 101.4 °C

ভারী জলের গলনাঙ্ক (melting point) = 3.8 °C


ভারী জলের আণবিক ভর (molecular mass) কত ?

অক্সিজেনের আণবিক ভর হলো 16

দুটো ডিউটেরিয়াম অক্সিজেন এর সঙ্গে থাকে, 2×2=4

সুতরাং, 16 + 4 = 20 (Ans.)


আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন