জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই পোস্টে আমরা জানবো জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য সম্পর্কে। তাহলে চলুন বিস্তারিত দেখে নিই প্রধান পার্থক্যগুলি।

জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য

জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য

১) জাতীয় উদ্যান : প্রাকৃতিক সৌন্দর্য সহ যেসব স্থানে সমস্ত রকম গাছপালা, বন্য জীবজন্তু নিজস্ব পরিবেশে, কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে সংরক্ষিত হয়। অভয়ারণ্য : যে বিশেষ সংরক্ষিত অঞ্চলে গাছপালার সঙ্গে বিশেষ কোনো প্রজাতির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আছে।

২) জাতীয় উদ্যান : জাতীয় উদ্যান এর মাধ্যমে ফ্লোরা এবং ফনা উভয়কেই সুরক্ষিত করা হয়। অভয়ারণ্য : অভয়ারণ্যের মাধ্যমে শুধুমাত্র ফনাকে সুরক্ষিত করা হয়।

৩) জাতীয় উদ্যান : জাতীয় উদ্যান থেকে কোনো প্রকারের বনজ সম্পদ সংগ্রহ করা হয় না। অভয়ারণ্য : অভয়ারণ্য থেকে বনজ সম্পদ সংগ্রহ করা হয়।

৪) জাতীয় উদ্যান : উদাহরণ - পশ্চিমবঙ্গের জলদাপাড়া, উত্তরপ্রদেশের করবেট, মধ্যপ্রদেশের কানহা, শিবপুরি ইত্যাদি। অভয়ারণ্য : উদাহরণ - পশ্চিমবঙ্গের বেথুয়াডহরি, কর্ণাটকের বন্দিপুর ইত্যাদি।

জাতীয় উদ্যানঅভয়ারণ্য
1. প্রাকৃতিক সৌন্দর্য সহ যেসব স্থানে সমস্ত রকম গাছপালা, বন্য জীবজন্তু নিজস্ব পরিবেশে, কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে সংরক্ষিত হয়।1. যে বিশেষ সংরক্ষিত অঞ্চলে গাছপালার সঙ্গে বিশেষ কোনো প্রজাতির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আছে।
2. জাতীয় উদ্যান এর মাধ্যমে ফ্লোরা এবং ফনা উভয়কেই সুরক্ষিত করা হয়।2. অভয়ারণ্যের মাধ্যমে শুধুমাত্র ফনাকে সুরক্ষিত করা হয়।
3. জাতীয় উদ্যান থেকে কোনো প্রকারের বনজ সম্পদ সংগ্রহ করা হয় না।3. অভয়ারণ্য থেকে বনজ সম্পদ সংগ্রহ করা হয়।
4. উদাহরণ - পশ্চিমবঙ্গের জলদাপাড়া, উত্তরপ্রদেশের করবেট, মধ্যপ্রদেশের কানহা, শিবপুরি ইত্যাদি।4. উদাহরণ - পশ্চিমবঙ্গের বেথুয়াডহরি, কর্ণাটকের বন্দিপুর ইত্যাদি।
Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

Post a Comment (0)
Previous Post Next Post