পোস্টগুলি

মার্চ, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সাজেশন pdf

ছবি
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা নিয়ে এসেছি সেমিস্টার-3 এর জীববিদ্যা বা বায়োলজির Unit-VI জনন থেকে প্রথম অধ্যায় সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সাজেশন। এটি একটি পিডিএফ ফাইল। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন প্রথম অধ্যায় Unit-VI : জনন জীববিদ্যা সেমিস্টার - 3 দ্বাদশ শ্রেণী প্রিমিয়াম সাজেশন | MCQ প্রশ্ন-উত্তর সাজেশন  মূল্য : ₹ 10 /-  টাকা মাত্র। (দশ টাকা মাত্র) এখনি pdf কিনুন  

কীভাবে ঘটে দ্বিনিষেক? দ্বিনিষেক পদ্ধতি (Double fertilization process explain)

ছবি
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। একই স্ত্রীলিঙ্গধরের মধ্যে অবস্থিত দুটি ভিন্ন ধরনের (ডিম্বাণু ও নির্ণীত নিউক্লিয়াস) স্ত্রী জনন কোশের সঙ্গে দুটি পুং গ্যামেটের মিলন ঘটার মাধ্যমে যে নিষেক ঘটে তা হলো দ্বিনিষেক। এই দ্বিনিষেক পদ্ধতি আবিষ্কার করেন বিজ্ঞানী নওয়াসিন, Fritillaria এবং Lilium নামক দুটি উদ্ভিদকে পরীক্ষার মাধ্যমে। দ্বিনিষেক পদ্ধতিটি শুধুমাত্র গুপ্তবীজী সস্যল উদ্ভিদ দেহেই সম্পন্ন হয়। উদাহরণ - রেড়ি, ভুট্টা, গম, ধান ইত্যাদি। দ্বিনিষেক পদ্ধতি 1) পরাগযোগের পর পরাগরেণু থেকে পরাগনালী নির্গত হয়ে গর্ভদণ্ডের মধ্য দিয়ে বিস্তৃত হতে থাকে। পরাগনালিতে দুটি পুং গ্যামেট থাকে। 2) পরাগনালি ডিম্বক কেন্দ্র দিয়ে ভ্রূণস্থলীতে প্রবেশ করে। 3) ভ্রূণস্থলির অগ্রভাগ বিদীর্ণ হলে পুং গ্যামেট বা পুং জনন কোশ দুটি ভ্রূণস্থলীতে মুক্ত হয়। 4) একটি পুং জনন কোশ, ডিম্বাণুকে (oosphere) নিষিক্ত করে এবং এর ফলে ডিপ্লয়েড জাইগোট (2n) (oospore) সৃষ্টি হয়। 5) অপর পুং জনন কোশ নির্ণীত নিউক্লিয়াস (2n) -কে নিষিক্ত করে এবং এর ফলে ট্রিপ্লয়েড সস্য নিউক্লিয়াস (3n) সৃষ্টি হয়।

DNA -এর প্রকারভেদ (Types)

ছবি
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। DNA বিভিন্ন প্রকারের হয়। শারীরবৃত্তীয় অবস্থার পরিবর্তন হলে, আর্দ্রতার হ্রাস অথবা লবণের মাত্রাধিক্য ঘটলে DNA -এর গঠনের পরিবর্তন ঘটে এবং DNA -এর রূপভেদ ঘটে।  এই পেজের আলোচ্য বিষয়: DNA -এর প্রকারভেদ মোটামুটি ছয় ধরনের DNA -এর বহুরূপতার কথা এখনো পর্যন্ত জানা গিয়েছে। DNA -এর এই রূপভেদ গুলি হলো — A-DNA , B-DNA , C-DNA , D-DNA , T-DNA ও Z-DNA এই রূপভেদ গুলির মধ্যে প্রধান রূপভেদ গুলি হলো : A-DNA , B-DNA এবং Z-DNA DNA -এর এই রূপভেদ গুলিকে হেলিক্স কুণ্ডলীর প্রকৃতি, প্রতিপাকে বেস জোড়ের সংখ্যা, কুন্ডলী অক্ষে বেস জোড়ের উন্নতি, বড় ও ছোট খাদের প্রশস্ততা ও গভীরতা প্রভৃতি তারতম্যের ভিত্তিতে পৃথক করা যায়। A, B ও Z-DNA -এর পার্থক্য ধর্ম A-DNA B-DNA Z-DNA কুণ্ডলী প্রকৃতি দক্ষিণাবর্তী (Right handed) পাকযুক্ত দক্ষিণাবর্তী (Right handed) পাকযুক্ত বামাবর্তী (Left handed) পাকযুক্ত ব্যাস 26Å 20Å 18Å প্রতি পাকে বেস জোড় 11 10 12 বেস জোড়ের উন্নতি ...