মায়োসিন প্রোটিন

ইউক্যারিওটিক কোশের অভ্যন্তরে প্রতিনিয়ত ঘটে চলেছে বহুবিধ অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যা কোষকে সচল ও কার্যক্ষম রাখে। কোশ বিভাজন থেকে শুরু করে কোশীয় অঙ্গাণু ও অন্যান্য উপাদানের সুশৃঙ্খল চলাচল, এমনকি আমাদের পেশী সংকোচন পর্যন্ত—এই সমস্ত গতিশীল কাজের মূলে রয়েছে কিছু বিশেষ প্রোটিনের সমন্বিত কার্যক্রম। এদের মধ্যে অন্যতম প্রধান এবং অপরিহার্য হলো মায়োসিন (Myosin) । মায়োসিন এক ধরণের মটর প্রোটিন (Motor Protein) যা কোশের সাইটোস্কেলিটনের অন্যতম উপাদান অ্যাক্টিন (Actin) ফিলামেন্টের উপর দিয়ে চলাচল করতে পারে। এই চলাচল সম্ভব হয় অ্যাডেনোসিন ট্রাইফসফেট (ATP) অণু থেকে প্রাপ্ত রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার মাধ্যমে। জীবন্ত সিস্টেমে মায়োসিন এর এই ATP -নির্ভর গতিশীলতাই কোষীয় কার্যকারিতার এক মূল ভিত্তি তৈরি করে। এই বিস্তারিত আলোচনায় আমরা মায়োসিন প্রোটিনের জটিল গঠন, এর বিভিন্ন প্রজাতি বা প্রকারভেদ এবং জীবন্ত কোষে এর বহুমুখী ভূমিকা, বিশেষ করে পেশী সংকোচনের মূল প্রক্রিয়া ক্রস-ব্রিজ সাইকেল (Cross-Bridge Cycle) নিয়ে গভীরভাবে আলোকপাত করবো। মায়োসিনের মৌলিক গঠন এব...