মাইরাসিডিয়াম লার্ভা | Miracidium larva | Bigyanbook

বিজ্ঞানবুক -এ আপনাকে স্বাগত। এই আর্টিকেলে আমরা মাইরাসিডিয়াম লার্ভা সম্পর্কে জানব। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in

মাইরাসিডিয়াম লার্ভা (Miracidium larva)


• ১. মাইরাসিডিয়াম লার্ভা সিলিয়াযুক্ত এবং মুক্ত সঞ্চারণশীল লার্ভা। লার্ভার দেহ গাত্রে সিলিয়াযুক্ত এপিডারমাল কোষের পাঁচটি রিং থাকে। মাইরাসিডিয়াম লার্ভা এর দেহ কিউটিকল দাঁড়া আবৃত থাকে।

• ২. মাইরাসিডিয়াম লার্ভা এর দেহের অগ্রপ্রান্ত শঙ্কু আকৃতির এপিক্যাল প্যাপিলা এবং এপিক্যাল গ্রন্থি থাকে।

• ৩. দেহের অগ্র প্রান্তে থাকা এপিক্যাল গ্রন্থির উভয় পাশে থাকে পেনিট্রেশন গ্রন্থি।

• ৪. পেনিট্রেশন গ্রন্থির প্রতিটিতে দুটি ফ্লেমকোশ সহ একজোড়া প্রোটোনেফ্রিডিয়া থাকে।

• ৫. লার্ভার দেহের পশ্চাৎ প্রান্তে থাকা জার্ম কোষ বিভাজিত হয়ে ভ্রুন গঠন করে।

• ৬. মাইরাসিডিয়াম লার্ভা কোন খাদ্য গ্রহণ করে না।

• ৭. মাইরাসিডিয়াম লার্ভা এর অন্তর্বর্তী পোষক হলো Limnea   অথবা  Planorbis গণের স্বাদুজলে বাস করা ছোটো শামুক।

Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

পড়তে থাকুন বিজ্ঞানবুক।

ধন্যবাদ।।

Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন