শুক্রাণু ব্যাংক | Sperm Bank | What is Sperm Bank? | Utility of Sperm Bank | স্পার্ম ব্যাংক

Welcome to Bigyanbook

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা যে বিষয়ে জানবো, তা হলো স্পার্ম ব্যাংক বা শুক্রাণু সঞ্চয় সম্বন্ধে। স্পার্ম ব্যাংক এর পদ্ধতি, স্পার্ম ব্যাংক বা শুক্রাণু ব্যাংকের প্রয়োজনীয়তা প্রভৃতি সম্পর্কে জানবো।


স্পার্ম ব্যাংক কাকে বলে ? | শুক্রাণু ব্যাংক কাকে বলে ? | What is Sperm Bank ?

 কৃত্তিম গর্ভসঞ্চারের উদ্দেশ্যে বিভিন্ন প্রাণীর ফারটাইল পুরুষ (fertile male) থেকে কৃত্রিম পদ্ধতিতে বীর্য (semen) সংগ্রহ করে, হিমায়িত করে সঞ্চয় করা হয়। এই পদ্ধতিকে শুক্রাণু ব্যাংক বলে বা স্পার্ম ব্যাংক বলে।


আরও পড়ুন: Bt জিন ও তার ব্যবহার

Procedure of Sperm Bank | স্পার্ম ব্যাংক বা শুক্রাণু সঞ্চয় পদ্ধতি:

গবাদিপশুর ক্ষেত্রে কৃত্রিম স্ত্রী প্রাণী সৃষ্টি করে এবং যোনিদেশে উত্তেজক পদার্থ দিয়ে পুরুষ প্রাণীকে কৃত্রিম স্ত্রী প্রাণীর কাছে নিয়ে এলে, পুরুষ প্রাণী উত্তেজিত হয় এবং কৃত্রিম স্ত্রী প্রাণীর সাথে মিলনে লিপ্ত হয়। তখন পুরুষ প্রাণী থেকে মে বীর্য নিঃসরণ হয়, তা বিশেষ পদ্ধতিতে সংগ্ৰহ করা হয়।

মানুষের ক্ষেত্রে, সবল পুরুষের হস্তমৈথুন পদ্ধতিতে বীর্য নিঃসরণ ঘটিয়ে পরীক্ষা নলে সংগ্রহ করা হয়।


আরও পড়ুন: বহুভ্রুণতা (Polyembryony)

গবাদিপশুর ক্ষেত্রে, সংগৃহীত বীর্য কে মুরগির ডিমের কুসুম অথবা সোডিয়াম সাইট্রেটের মিশ্রণের মধ্যে মিশ্রিত করে তরলীকৃত করা হয়।

মানুষের ক্ষেত্রে, সংগৃহীত বীর্য কে বিশেষ ধরনের কৃষ্টি মাধ্যমে (culture medium) রেখে তরলীকৃত করা হয়। বীর্য কে তরলীকৃত করার সময় এটা লক্ষ রাখতে হয় যে, শুক্রাণু এর ঘনত্ব যাতে শতাংশ হারে থাকে। কৃষ্টি মাধ্যমে রেখে তরলীকৃত করা বীর্য কে রেফ্রিজারেটরের মধ্যে 10°C উষ্ণতায়, 24-48 ঘন্টা সঞ্চয় করে রাখা হয়। গবাদিপশুর ক্ষেত্রে, রেফ্রিজারেটরের উষ্ণতা 5°C - 15°C রেখে সঞ্চয় করা হয়।

কম উষ্ণতায় বীর্য কে সঞ্চয় করে রাখার ফলে, বীর্য কোনো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় না।

বীর্য কে এক বছরের থেকেও বেশি সময় ধরে সঞ্চয় করে রাখার জন্য, হিমায়িত বীর্য কে তরল নাইট্রোজেনের (196°C) মধ্যে সঞ্চয় করে রাখা হয়।


Utility of Sperm Bank | শুক্রাণু ব্যাংকের প্রয়োজনীয়তা: 

১) উন্নত প্রজাতির বিভিন্ন প্রাণীর (যেমন— মানুষ, গোরু,মহিষ, মুরগি ইত্যাদি) বীর্য এই পদ্ধতিতে সঞ্চয় করে রাখা যায়।


২) যেসব স্ত্রী প্রাণীর স্বাভাবিক ভাবে গর্ভসঞ্চার ঘটে না, সেক্ষেত্রে তাদের ডিম্বাণু সংগ্রহ করে, সঞ্চয় করে রেখে শুক্রাণু এর দ্বারা দেহের বাইরে নিষেক ঘটিয়ে, প্রাথমিক ভ্রূণকে স্ত্রী দেহে প্রতিস্থাপিত করে নতুন অপত্য প্রাণীর সৃষ্টি করা হয়।


আরও পড়ুন: মদ্যপানের ফলাফল (Alcoholism)

পড়তে থাকুন বিজ্ঞান বুক এর সমস্ত আর্টিকেল বাংলাতে। আপনার ইমেইল এ নতুন পোস্ট এর নোটিফিকেশন পাওয়ার জন্য, ইমেইল এড্রেস দিয়ে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন।

এছাড়াও দ্রুত এই ওয়েবসাইট টিকে খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখতে পারেন।

এছাড়াও আপনি বিজ্ঞান বুক এর আর্টিকেল গুলি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন।

বিজ্ঞান বুক এর সঙ্গে থাকুন।। পড়তে থাকুন বিজ্ঞান বুক।।

ধন্যবাদ।।

Post a Comment (0)
Previous Post Next Post