Gnetum এর বৈশিষ্ট্য | Characters of Gnetum
নমস্কার, স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে আমরা জানব Gnetum এর বিভিন্ন গুপ্তবীজী বৈশিষ্ট্য এবং বিভিন্ন ব্যক্তবীজী বৈশিষ্ট্য সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। Gnetum এর গুপ্তবীজী বৈশিষ্ট্য (Angiospermic characters of Gnetum ) : 1. দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদের মতোই Gnetum এর স্বভাব বীরুৎ বা গুল্ম অথবা বৃক্ষ জাতীয় হতে পারে। 2. এই উদ্ভিদের পাতায় দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদের মতো জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। 3. গুপ্তবীজী উদ্ভিদের কান্ডের অগ্রভাগের অন্তর্গঠন এর মধ্যে টিউনিকা ( Tunica ) এবং কর্পাস ( Corpus ) নামক কলা অঞ্চল দেখতে পাওয়া যায়, যা এই উদ্ভিদের কান্ডের অগ্রভাগের অন্তঃ গঠনেও দেখা যায়। 4. এই উদ্ভিদের রেণপত্র মঞ্জুরীর গঠন গুপ্তবীজী উদ্ভিদের ক্যাটকিন পুষ্পবিন্যাস এর অনুরূপ হয়। এছাড়াও এই উদ্ভিদের মঞ্জুরী পত্রের গঠন গুপ্তবীজী উদ্ভিদের পুষ্পের গঠনের অনুরূপ হয়। এছাড়াও এই উদ্ভিদের মঞ্জুরী পত্রের মধ্যে গুপ্তবীজী উদ্ভিদের ফুলের মত পুষ্প পুট এর উপস্থিতি দেখা যায়। 5. গুপ্তবীজী উদ্ভিদের মতোই এই উদ্ভিদের জাইলেম কলার মধ্যে ট্রাকিয়া উপস্থিত থাকে । 6. ...