অঙ্গজ জননের সুবিধা ও অসুবিধা | Advantages And Disadvantages Of Vegetative Reproduction

নমস্কার, স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে আমরা জানব উদ্ভিদের অঙ্গজ জননের সুবিধা এবং অসুবিধা কি কি তা সম্বন্ধে। শেষে আমরা আলোচনা করবো উদ্ভিদের অঙ্গজ জনন থেকে কিছু প্রশ্ন এবং উত্তর। তাহলে চলুন শুরু করা যাক।

Bigyanbook.co.in

উদ্ভিদের অঙ্গজ জনন কাকে বলে? (What is Vegetative Reproduction of Plant?)

যে পদ্ধতিতে জনিতৃ উদ্ভিদের দেহের কোনো অংশ প্রত্যক্ষভাবে বংশবিস্তারে অংশগ্রহণ করে তাকে উদ্ভিদের অঙ্গজ জনন বলে।

আরো পড়ুন: স্পার্ম ব্যাংক বা শুক্রাণু ব্যাংক

অঙ্গজ জনন পদ্ধতি দুই ধরনের হয়। ১. প্রাকৃতিক বা স্বাভাবিক অঙ্গজ জনন (Natural vegetative reproduction) এবং ২. কৃত্রিম অঙ্গজ জনন (Artificial vegetative reproduction or Horticulture) ।


অঙ্গজ জননের সুবিধা (Advantages Of Vegetative Reproduction) :

👉 1. যেসব উদ্ভিদ এ প্রাকৃতিকভাবে বীজ এর সৃষ্টি হয় না, সেইসব উদ্ভিদ শুধুমাত্র অঙ্গজ জনন পদ্ধতির মাধ্যমে বংশবিস্তার করতে পারে।

👉 2. অঙ্গজ জনন এর মাধ্যমে উৎপন্ন অপত্য উদ্ভিদ গুলির গুণমান একই রকম থাকে। কোন রকম পরিবর্তন বা ভ্যারিয়েশন (variation) ঘটে না।

👉 3. অঙ্গজ জনন পদ্ধতিতে উদ্ভিদের সংখ্যা দ্রুত বৃদ্ধি ঘটে ‌।

👉 4. অঙ্গজ জননের ক্ষেত্রে মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে জিনগত বৈশিষ্ট্য বজায় রেখে অপত্য উদ্ভিদের সৃষ্টি করা হয়।

👉 5. অঙ্গজ জনন পদ্ধতির দ্বারা সৃষ্ট অপত্য উদ্ভিদ গুলির বেঁচে থাকার ক্ষমতা প্রায় 100% হয়।

👉 6. অঙ্গজ জননের ক্ষেত্রে টিস্যু কালচারের মাধ্যমে ট্রান্সজেনিক উদ্ভিদ এর সৃষ্টি করা যায়।

আরো পড়ুন: ট্রান্সজেনিক উদ্ভিদের ঝুঁকি

অঙ্গজ জননের অসুবিধা (Disadvantages Of Vegetative Reproduction) :

👉 1. অঙ্গজ জনন এর মাধ্যমে উৎপন্ন অপত্য উদ্ভিদ গুলি খুব সহজেই বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা আক্রান্ত হয় এবং এর ফলে অপত্য উদ্ভিদের তাড়াতাড়ি মৃত্যু ঘটে। 

👉 2. অঙ্গজ জনন পদ্ধতিতে সৃষ্ট অপত্য উদ্ভিদ গুলির মধ্যে প্রজাতিগত বৈচিত্র্য বা ভ্যারিয়েশন (variation) দেখা যায় না। এর ফলে অপত্য উদ্ভিদ গুলির মধ্যে নতুন কোনো বৈশিষ্ট্যের দেখা যায় না বা নতুন কোনো বৈশিষ্ট্যের অনুপ্রবেশ ঘটে না।

👉 3. অঙ্গজ জনন পদ্ধতিতে উৎপন্ন অপত্য উদ্ভিদ গুলির অভিযোজন ক্ষমতা কম হয় যার ফলে এদের কোনো বিবর্তন ঘটে না।

👉 4. অঙ্গজ জনন পদ্ধতিতে অপত্য দের বিস্তার ঘটা সম্ভব নয়। এই কারণে একই স্থানে অসংখ্য উদ্ভিদ একসঙ্গে গাদাগাদি করে জন্মায় এবং এভাবে জন্মানোর ফলে খাদ্য এবং স্থানাভাবে সহজেই অপত্য উদ্ভিদ গুলি মারা যায়।

আরো পড়ুন: মাশরুমের পুষ্টিগুণ বা উপকারিতা

উদ্ভিদের অঙ্গজ জনন পদ্ধতি থেকে প্রশ্ন এবং উত্তর :

1) কোরকোদ্গম কাকে বলে?

— যে পদ্ধতিতে জনিতৃ উদ্ভিদ থেকে উপবৃদ্ধি বা কোরক উৎপন্ন হয় তা মাতৃ দেহ বা জনিতৃ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে তাকে কোরকোদ্গম বলে।

2) ছদ্ম মাইসেলিয়াম কী? (What is pseudomycelium?)

— কোরকদ্গম দ্রুত হওয়ার ফলে কোরক গুলি ধারাবাহিকভাবে উৎপন্ন হয় এবং পরস্পরের সাথে শৃঙ্খল এর ন্যায় সংযুক্ত থাকে। এদের ছদ্ম মাইসেলিয়াম বলে।

3) জন্ম ক্ষত কী? বা কোরক ক্ষত কী? (What is birth scar? Or What is bud scar?)

— প্রতিটি কোরক জনিতৃ কোষ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য উদ্ভিদের সৃষ্টি করে। কোরক টি যে অংশে মাতৃকোষের সঙ্গে সংযুক্ত থাকে সেই অংশে একটি ক্ষুদ্র ক্ষতচিহ্নের সৃষ্টি হয় একে জন্মগত ক্ষত বা কোরক ক্ষত বলে।

4) গেমি কাপ কী? (What is Gemmae cup?)

— Marchantia নামের ব্রায়োফাইটের থ্যালাস দেহের মাঝ বরাবর অনেকগুলি পেয়ালা আকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গ গঠিত হয়। এদের গেমি কাপ বলে।

5) গ্ৰাফটিং বা জোড়কলম কয় প্রকারের এবং কী কী?

— গ্ৰাফটিং বা জোড়কলম দুই প্রকারের। যথা, 1. সিয়ন গ্ৰাফটিং এবং 2. বাড গ্ৰাফটিং।

6) মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে? বা অণু বিস্তারণ কাকে বলে?

— যে পদ্ধতিতে উদ্ভিদের কোষ কলা, অঙ্গ পালন পদ্ধতির দ্বারা একাধিক উদ্ভিদ প্রজাতির বংশবিস্তার ঘটানো সম্ভব তাকে অনুবিস্তারণ বা মাইক্রোপ্রোপাগেশন বলে।

😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। 

😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। 

😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।

😊 ধন্যবাদ ।।


Bigyanbook

Share your feedback! Share this post! Explore all posts. Thanks for reading. facebook youtube whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন