DNA ও RNA এর পার্থক্য | Difference between DNA and RNA

নমস্কার, স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই পোস্টে জানবো DNA এবং RNA এর পার্থক্য। এর সাথে, পার্থক্যের শেষে থাকবে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। তাহলে চলুন শুরু করা।

www.bigyanbook.co.in


DNA ও RNA এর পার্থক্য

DNA RNA
1) কোশের নিউক্লিয়াস এ অবস্থিত ক্রোমোজোম এর মধ্যে DNA তুলনামূলকভাবে বেশি থাকে। 1) কোশের সাইটোপ্লাজম এ RNA বেশি পরিমাণে থাকে।
2) DNA হলো দ্বিতন্ত্রী। 2) RNA হলো এক তন্ত্রী।
3) DNA এর পেন্টোজ শর্করা ডি অক্সিরাইবোজ জাতীয় হয়। 3) RNA এর পেন্টোজ শর্করা রাইবোজ জাতীয় হয়।
4) DNA এর নাইট্রোজেন বেস চারটি। যেগুলি হলো, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। 4) RNA এর নাইট্রোজেন বেস চারটি, যেগুলি হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল।
5) DNA বংশগত বৈশিষ্ট্য কে বহন করে। 5) বেশিরভাগ ক্ষেত্রে RNA বংশগত বৈশিষ্ট্য বহন করে না। (ব্যাতিক্রম, কিছু প্রজাতির উদ্ভিদ ভাইরাস এবং কয়েক রকমের প্রাণী ভাইরাস এর RNA বংশগত বৈশিষ্ট্য কে বহন করে)।
6) কোশের প্রতিটি কাজের নির্দেশ বহন করে DNA। 6) RNA অণু, DNA এর থেকে রাসায়নিক সংকেত গ্ৰহণ করে প্রোটিন সংশ্লেষ করে।

আরও পড়ুন: সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় মতবাদ

প্রশ্ন ও উত্তর

DNA কাকে বলে ?

উত্তর: ডি অক্সিরাইবোজ শর্করা দিয়ে গঠিত যে নিউক্লিক অ্যাসিড জীবের সমস্ত প্রকার জৈবিক কাজ এবং বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাকে DNA বলে।


RNA কাকে বলে ?

উত্তর: প্রোটিন সংশ্লেষে সাহায্য কারী, কোশের এক তন্ত্রী নিউক্লিক অ্যাসিডকে RNA বলে।


কোশে DNA এর অবস্থান

কয়েক প্রকারের ভাইরাস ছাড়া, সব রকমের সজীব কোশে DNA থাকে। প্রধানত, কোশের নিউক্লিয়াস এর ক্রোমোজোমের মধ্যে DNA থাকে। এছাড়াও কোশের মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সেন্ট্রিওল এর মধ্যেও DNA থাকতে পারে।

আরও পড়ুন: জিনের বৈশিষ্ট্য

DNA এর উপাদান কী কী ?

উত্তর: DNA হলো এক ধরনের রাসায়নিক জৈব যৌগ। এর প্রধান উপাদান হলো চার রকমের নাইট্রোজেন বেস, একটি পেন্টোজ শর্করা এবং ফসফেট।

এই চার রকমের নাইট্রোজেন বেস গুলি হলো, ১) অ্যাডেনিন (A), ২) গুয়ানিন (G), ৩) থাইমিন (T) এবং ৪) সাইটোসিন (C)। অ্যাডেনিন এবং গুয়ানিন বেসকে পিউরিন বলে এবং থাইমিন এবং সাইটোসিন বেসকে পিরিমিডিন বলে।

এই চারটি বেস এর মধ্যে, অ্যাডেনিন থাইমিন এর সঙ্গে এবং গুয়ানিন সাইটোসিন এর সঙ্গে হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। অর্থাৎ, এইভাবে থাকে; A-T , G-C ।


নিউক্লিওটাইড কাকে বলে ?

উত্তর: DNA এর একটি বেস, একটি শর্করা ও একটি ফসফেট নিয়ে গঠিত একককে নিউক্লিয়টাইড বলে।


নিউক্লিওসাইড কাকে বলে ?

উত্তর: নিউক্লিওটাইড থেকে একটি ফসফেট বাদ দিলে যে একক গঠিত হয় তাকে নিউক্লিওসাইড বলে।


RNA কত প্রকারের এবং কী কী ?

উত্তর: RNA দুই প্রকারের। যথা, জেনেটিক RNA এবং নন জেনেটিক RNA ।


জেনেটিক RNA কাকে বলে ? (What is Genetic RNA ?)

উত্তর: যে সমস্ত RNA বংশগত বৈশিষ্ট্য এর ধারক এবং বাহক হিসেবে কাজ করে, তাদের জেনেটিক RNA বলে।


নন জেনেটিক RNA কাকে বলে ? (What is Non Genetic RNA ?)

উত্তর: বেশিরভাগ ক্ষেত্রে DNA বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে, এক্ষেত্রে যেহেতু RNA বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক হিসেবে কাজ করে না তাই তাদের নন জেনেটিক RNA বলে।

আরও পড়ুন: মিউটেশনের গুরুত্ব

DNA এর কাজ (Functions of DNA)

১) বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করা।

২) জৈবিক কাজ নিয়ন্ত্রণ করা।

৩) প্রোটিন ও RNA সংশ্লেষ করা।

৪) প্রতিলিপি গঠন করা।


বংশ পরম্পরায় এবং এক কোশ থেকে অন্য কোশ এ জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করা হলো DNA এর প্রধান কাজ।

জীব কোশ এর সমস্ত কাজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করার মাধ্যমে DNA সজীব বস্তুর সমস্ত রকম ক্রিয়াকলাপ গুলিকে নিয়ন্ত্রণ করে।


কেমন লাগছে আপনার বিজ্ঞানবুক পড়তে? অবশ্যই জানান নীচের কমেন্ট বক্সে আপনার কমেন্ট করে। শেয়ার করুন এই আর্টিকেলটি। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ। ধন্যবাদ। পড়তে থাকুন বিজ্ঞানবুক।

Bigyanbook

Share your feedback! Share this post! Explore all posts. Thanks for reading. facebook youtube whatsapp email

3 মন্তব্যসমূহ

  1. সাবলীল ভাষায় লিখেছেন ডি এন এ , আর এন এ সম্পর্কে , প্রশংসা পাবার যোগ্য ।আমিও লিখি , কিন্তু আমার লিখা গুলো ইংরেজি তে। বাংলায় এত সুন্দর করে সাজাতে পারি না। ধন্যবাদ, ভালো থাকবেন ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনিও ভালো থাকুন।😊

      মুছুন
  2. আমার নাম দীপ আমি content Writing করি তোমার কি কোনো content Writer দরকার ?

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন