ডিম্বাণু ব্যাংকের প্রয়োজনীয়তা | Importance Of Ova Bank : Bigyanbook

Text size:

বিজ্ঞানবুকে আপনাকে স্বাগত। এই আর্টিকেলে যে বিষয়ে আমরা জানবো তাহলো ডিম্বাণু ব্যাংকের প্রয়োজনীয়তা। ডিম্বাণু ব্যাংক বা ওভা ব্যাংক কী এবং ডিম্বাণু ব্যাংক কি কি প্রয়োজনে লাগে সেই সমস্ত বিষয়ে আমরা এই পোস্টে জানব। তাহলে চলুন শুরু করা যাক।

Importance Of Ova Bank by Bigyanbook

আরো পড়ুন: মাশরুমের উপকারিতা

প্রথমেই আমরা জেনে নেবো ডিম্বাণু ব্যাংক বা ওভা ব্যাংক কি।

ডিম্বাণু ব্যাংক বা ওভা ব্যাংক কী? (What is Ova Bank?)

কৃত্রিম গর্ভসঞ্চার এর জন্য, স্ত্রী দেহে থেকে ডিম্বাণু সংগ্রহ করে দেহের বাইরে বিশেষ পদ্ধতিতে হিমায়িত করে সঞ্চয় করে রাখার পদ্ধতিকে ডিম্বাণু ব্যাংক বা ওভা ব্যাংক বলে।

আরো পড়ুন: Plasmodium vivax এর প্রতি এরিথ্রোসাইটিক সাইজোগনি

ডিম্বাণু ব্যাংকের প্রয়োজনীয়তা (Importance Of Ova Bank)

১. ডিম্বাণু উৎপাদনে অক্ষম, কিন্তু জরায়ু স্বাভাবিক এমন স্ত্রী/মহিলা ডিম্বাণু ব্যাংক থেকে ডিম্বাণু সংগ্রহ করতে পারে। এই সংগ্রহ করা ডিম্বাণু ওই স্ত্রী/মহিলা তার স্বামীর শুক্রাণু দিয়ে ইন ভিট্রো নিষেক ঘটিয়ে, জরায়ুতে ভ্রূণ এর প্রতিস্থাপন করলে, সন্তান এর জন্ম দিতে পারবে।

২. বিভিন্ন দুরারোগ্য ব্যাধি যেমন, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি প্রভৃতির কারণে স্ত্রী দেহের ডিম্বাশয়ে, ডিম্বাণু উৎপন্ন না হলে, ডিম্বাণু ব্যাংক থেকে ডিম্বাণু সংগ্রহ করে স্ত্রীলোকের গর্ভসঞ্চার করা সম্ভব।

৩. টেস্ট টিউব বেবি বা নলজাতক সন্তান সৃষ্টির জন্য ডিম্বাণু ব্যাংক থেকে ডিম্বাণু সংগ্রহ করা যায়।

আরো পড়ুন: মাশরুমের চাষ পদ্ধতি

Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুকে।

পড়তে থাকুন বিজ্ঞানবুক।


ধন্যবাদ।।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন