রেচন থেকে প্রশ্ন ও উত্তর | Questions and answers from Excretion | Part-01

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে দেওয়া হয়েছে রেচন থেকে প্রশ্ন এবং উত্তর। দেখুন। ১) রেচন কাকে বলে? উত্তর: যে জৈবিক ক্রিয়ার মাধ্যমে জীবদেহে বিপাক এর ফলে উৎপন্ন অপ্রয়োজনীয় ক্ষতিকারক উপজাত দ্রব্যসমূহ দেহ থেকে নির্গত বা অপসারিত হয় অথবা অদ্রাব্য কোলয়েড কণা হিসেবে দেহের কোনো অংশে সাময়িক ভাবে সঞ্চিত থাকে, সেই জৈবিক ক্রিয়াকে রেচন বলে। ২) পতঙ্গদের রেচন অঙ্গের নাম কী? উত্তর; পতঙ্গদের রেচন অঙ্গের নাম হলো ম্যালপিজিয়ান নালিকা। ৩) চিংড়ির রেচন অঙ্গের নাম কী? উত্তর: চিংড়ির রেচন অঙ্গের নাম হলো সবুজ গ্ৰন্থি বা শুঙ্গ গ্ৰন্থি। ৪) মাকড়সার রেচন অঙ্গের নাম কী? উত্তর: মাকড়সার রেচন অঙ্গের নাম হলো কক্সাল গ্ৰন্থি। ৫) কাঁকড়া বিছের রেচন অঙ্গের নাম কী? উত্তর: কাঁকড়া বিছের রেচন অঙ্গের নাম হলো কক্সাল গ্ৰন্থি। ৬)ফ্লেমকোশ বা শিখাকোশ কাদের রেচন অঙ্গ? উত্তর: চ্যাপ্টা কৃমিদের (প্লানেরিয়া, ফিতা কৃমি ইত্যাদি) রেচন অঙ্গ হলো ফ্লেমকোশ বা শিখাকোশ। ৭) রেচন তন্ত্র কাকে বলে? (What is excretory system?) উত্তর: রেচনে সাহায্য কারী অঙ্গ গুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে রেচন তন্ত্র বলে। ৮) নেফ্রিড...