তাপ ও উষ্ণতার পার্থক্য | Difference between Heat and Temperature

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা তাপ বা হিট্ (heat) এবং উষ্ণতা বা টেম্পারেচার (temperature) এর পার্থক্য দেখবো। এবং এই সঙ্গেই আরো অন্যান্য তথ্য জানবো। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


তাপ ও উষ্ণতার পার্থক্য | Difference between Heat and Temperature

১) তাপ : তাপ হলো এক প্রকারের শক্তি।

১) উষ্ণতা : অপরদিকে, উষ্ণতা হলো বস্তুর এক তাপীয় অবস্থা।


২) তাপ : তাপ হল উষ্ণতার কারণ।

২) উষ্ণতা : অপরদিকে, উষ্ণতা হলো তাপের ফল।


৩) তাপ : তাপ নির্ভর করে কোনো বস্তুর অনুগুলির মোট গতিশক্তির উপর।

৩) উষ্ণতা : অপরদিকে, উষ্ণতা নির্ভর করে কোনো বস্তুর অনুগুলির গড় গতিশক্তির উপর।


৪) তাপ : বস্তুর মোট তাপ মাপা যায় না, বস্তু যে তাপ গ্রহণ অথবা বর্জন করে তা মাপা যায়।

৪) উষ্ণতা : অপরদিকে, বস্তুর উষ্ণতা মাপা যায়, উষ্ণতা বৃদ্ধি অথবা উষ্ণতার হ্রাস তাও মাপা যায়।


৫) তাপ : বস্তু যে তাপ গ্রহণ অথবা বর্জন করে তা পরিমাপ করা হয় ক্যালরিমিটার এর সাহায্যে।

৫) উষ্ণতা : অপরদিকে, বস্তুর উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার এর সাহায্যে।


৬) তাপ : তাপের একক হল ক্যালরি বা জুল। ক্যালোরি হল তাপের সি.জি.এস. একক এবং জুল হল তাপের এস.আই. একক।

৬) উষ্ণতা : অপরদিকে, উষ্ণতার একক ডিগ্রী সেলসিয়াস বা কেলভিন।

আরও পড়ুন : অ্যাভোগাড্রো সূত্র | অ্যাভোগাড্রো সংখ্যা | Avogadro's Law | Avogadro Number


এবারে দেখে নেওয়া যাক, জেনে নেওয়া যাক আরো অনেক কিছু তথ্য, কিছু প্রশ্ন উত্তর !!


১) তাপের SI. একক কি?

উত্তর : তাপের SI. একক হল জুল।


২) তাপের CGS একক কি?

উত্তর : তাপের CGS একক হল ক্যালোরি।


৩) ক্যালরি কাকে বলে? | What is Calorie?

উত্তর : 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস (1°C) বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে এক ক্যালরি বলে।


৪) তাপ কাকে বলে? | What is heat?

উত্তর : তাপ হলো এক প্রকারের শক্তি, যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে বস্তু শীতল হয়।


৫) উষ্ণতা কাকে বলে? | What is temperature?

উত্তর : উষ্ণতা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা, যা স্থির করে ঐ বস্তু অন্য কোনো বস্তুকে তাপ দেবে না তার থেকে তাপ গ্রহণ করবে।

আরও পড়ুন : বৈদ্যুতিক যন্ত্রাদির রেটিং | Rating Of Electrical Instruments


৬) থার্মোমিটার কাকে বলে? | What is thermometer?

উত্তর : পদার্থের যে ধর্ম উষ্ণতা পরিবর্তনে নিয়মানুগ ভাবে পরিবর্তিত হয় এবং এই ধর্ম কে কাজে লাগিয়ে যে যন্ত্রের মাধ্যমে উষ্ণতা মাপা হয় তাকে থার্মোমিটার বলে।


৭) সেলসিয়াস স্কেল কাকে বলে? | What is Celsius scale?

উত্তর : উদ্ভাবক আন্দ্রে সেলসিয়াস এর নাম অনুযায়ী উষ্ণতা পরিমাপের স্কেল কে সেলসিয়াস স্কেল বলে। সেলসিয়াস স্কেলের নিম্নস্থিরাঙ্ক 0°C এবং ঊধর্বস্থিরাঙ্ক 100°C ।


৮) ফারেনহাইট স্কেল কাকে বলে? | What is fahrenheit scale?

উত্তর : উদ্ভাবক গ্যাব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইটের নাম অনুযায়ী উষ্ণতা পরিমাপের এই স্কেল কে ফারেনহাইট স্কেল বলে। ফারেনহাইট স্কেলের নিম্নস্থিরাঙ্ক 32°F এবং ঊধর্বস্থিরাঙ্ক 212°F ।


৯) নিম্নস্থিরাঙ্ক কাকে বলে?

উত্তর : প্রমাণ বায়ুচাপে বিশুদ্ধ বরফের গলনাঙ্ক কে নিম্নস্থিরাঙ্ক বলে।


১০) ঊর্ধ্বস্থিরাঙ্ক কাকে বলে?

উত্তর : প্রমাণ বায়ুচাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কে ঊর্ধ্বস্থিরাঙ্ক বলে।


১১) প্রাথমিক অন্তর কাকে বলে?

উত্তর : থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক এর মধ্যবর্তী ব্যবধান অথবা অন্তরকে প্রাথমিক অন্তর বলে।


১২) সেলসিয়াস ডিগ্রী কাকে বলে? | What is Celsius degree?

উত্তর : সেলসিয়াস স্কেলে 1° উষ্ণতার পরিবর্তন কে 1 সেলসিয়াস ডিগ্রি বলে।


১৩) ফারেনহাইট ডিগ্রী কাকে বলে? | What is fahrenheit degree?

উত্তর : ফারেনহাইট স্কেলে 1° উষ্ণতার পরিবর্তনকে 1 ফারেনহাইট ডিগ্রী বলে।

আরও পড়ুন : চৌম্বক পর্দা | চৌম্বক আবরন | What is magnetic screen : Bigyanbook


এবারে দেখা যাক কিছু গাণিতিক সমস্যা !!


সূত্র অনুযায়ী, C/5 = (F-32)/9 [যেখানে, F= ফারেনহাইট, C= সেলসিয়াস]


• কোন উষ্ণতার পাঠ উভয় স্কেলে সমান ?

সমাধান: মনে করি যে উষ্ণতার পাঠ উভয় স্কেলে সমান সেটি হল, x°C অথবা x°F ।


সুতরাং, C/5 = (F-32)/9

         বা, x/5 = (x-32)/9

         বা, 4x = -160

         বা, x = -40


সুতরাং, নির্ণেয় উষ্ণতা = -40°C বা -40°F



• কোন বস্তুর উষ্ণতা 18°F বৃদ্ধি পেলে, সেলসিয়াসে এই বৃদ্ধি কত ?

সমাধান: আমরা জানি, 1 ফারেনহাইট ডিগ্ৰি = 5/9 সেলসিয়াস ডিগ্ৰি।

সুতরাং, 18 ফারেনহাইট ডিগ্ৰি = (5/9)×18 = 10 সেলসিয়াস ডিগ্ৰি।


সুতরাং, সেলসিয়াস এ উষ্ণতা বৃদ্ধি = 10°C


আরও পড়ুন : বর্তনী ছেদক | সার্কিট ব্রেকার | What is circuit breaker? by Bigyanbook

Search Queries solved

উষ্ণতা কাকে বলে


😊 Bigyanbook এর সমস্ত নতুন পোস্টের আপডেট পেয়ে যান সরাসরি আপনার ইমেইলের ইনবক্স এ। নিচে আপনার ইমেইল দিয়ে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন। 

😊 এই ওয়েবসাইট টিকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য এটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক হিসেবে অ্যাড করুন। 

😊 এছাড়াও আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। নিচে সোশ্যাল প্লাগিন অপশনে ফেসবুক লেখাটিতে ক্লিক করে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, ফলো করতে পারেন। এছাড়াও আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টুইটার হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেল।

😊 পড়তে থাকুন বিজ্ঞান এর সমস্ত বিষয় সম্পূর্ণ বাংলায়, বিজ্ঞানবুক -এ।

😊 পড়তে থাকুন বিজ্ঞানবুক।

😊 ধন্যবাদ ।।

Bigyanbook

Share your feedback! Share this post! Explore all posts. Thanks for reading. facebook youtube whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন