অপুংজনি | Parthenogenesis

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে জানবো অপুংজনি বা পার্থেনোজেনেসিস সম্পর্কে। তাহলে চলুন শুরু করা। • অপুংজনি কাকে বলে? বা পার্থেনোজেনেসিস কাকে বলে? (What is parthenogenesis?) উত্তর - যে জনন পদ্ধতিতে অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টি হয় তাকে অপুংজনি বা পার্থেনোজেনেসিস বলে। এই হলো অপুংজনির সংজ্ঞা। অনিষিক্ত ডিম্বাণু মানে যে ডিম্বাণু নিষিক্ত হয় না বা নিষেক বা ফার্টিলাইজেশন (Fertilization) ঘটে না। অপুংজনির উদাহরণ (Parthenogenesis example) কিছু নিম্নশ্রেণীর প্রাণী যেমন, মৌমাছি , বোলতা ইত্যাদি এবং কিছু নিম্নশ্রেণীর উদ্ভিদ যেমন, মিউকর , স্পাইরোগাইরা ইত্যাদিতে অপুংজনি দেখা যায়। এছাড়াও অনেক সময় হরমোন প্রয়োগের মাধ্যমে আপেল, আঙুর, কলা প্রভৃতি সপুষ্পক উদ্ভিদের নিষেক ছাড়াই ডিম্বাশয়ের পরিস্ফুটন ঘটিয়ে বীজহীন ফল তৈরি করা হয়, এই বীজহীন ফলকে পার্থেনোকার্পিক ফল ( parthenocarpic fruit ) বলে এবং যে পদ্ধতির মাধ্যমে এই পার্থেনোকার্পিক ফলের উৎপাদন করা হয় সেই পদ্ধতিকে পার্থেনোকার্পি ( parthenocarpy ) বলে। • পার্থেনোকার্পি কাকে বলে? উত্তর ...