ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল: চ্যানেল দেখুন »

ব্রিডার কিট | Breeder's kit

Text size:

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুক এ। এই আর্টিকেলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্রিডার কিট (Breeder's kit)। ব্রিডার কিট কি, এই কিট এর মধ্যে কোন কোন যন্ত্রপাতি থাকে এবং সেই সব যন্ত্রপাতির ব্যবহার সমস্ত কিছু এই আর্টিকেলে আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


প্রথমেই আমরা জেনে নেবো ব্রিডার কিট আসলে কি।

• ব্রিডার কিট | Breeder's kit

উদ্ভিদ প্রজননবিদরা সংকরায়ন ঘটানোর সময় যে সমস্ত যন্ত্রপাতির ব্যবহার করে থাকেন, ঐ সমস্ত যন্ত্রপাতিকে একসঙ্গে ব্রিডার কিট (Breeder's kit) বলে।


ব্রিডার কিটে যে সমস্ত যন্ত্রপাতিগুলি থাকে সেগুলি সম্বন্ধে সে গুলি কি কি, সেগুলির ব্যবহার এবার দেখে নেয়া যাক। প্রথমে যন্ত্রপাতির নাম থাকবে এবং তারপর সেই যন্ত্রের ব্যবহার থাকবে।


ব্রিডার কিট এর যন্ত্রপাতি

১) হাত লেন্স | Hand lense

হাত লেন্স বা হ্যান্ড লেন্স ছোট বস্তুকে স্পষ্ট করে দেখার জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে কোনো ক্ষুদ্র ফুলের পুরুষত্বহীনকরণের সময় হাত লেন্স বা হ্যান্ড লেন্সের ব্যবহার করা হয়।

www.bigyanbook.co.in


২) চিমটে বা ফরসেপ | Forceps

ফরসেপ বা চিমটে -কে ব্যবহার করা হয় কোনো বস্তুকে ধরার জন্য এবং উভলিঙ্গ ফুলের পরাগধানী সরানোর সময় চিমটে বা ফরসেপ -কে ব্যবহার করা হয়।

www.bigyanbook.co.in


৩) কাঁচি বা সিজর | Scissor

ফুলের অপ্রয়োজনীয়' অংশগুলিকে কেটে সরিয়ে ফেলার জন্য কাঁচি বা সিজরের ব্যবহার করা হয়।

www.bigyanbook.co.in


৪) নিডল | Needles

পুরুষত্বহীনকরণের সময় ছোট কুঁড়ি গুলিকে উন্মুক্ত করার জন্য নিডল বা সূঁচ ব্যবহার করা হয়।

www.bigyanbook.co.in


৫) ছুরি বা স্ক্যালপেল | Scalpel

কোন বস্তুকে কাটার জন্য ছুরি বা স্ক্যালপেল ব্যবহার করা হয়।

www.bigyanbook.co.in


৬) তুলি বা ব্রাশ | Brush

পরাগধানী থেকে পরাগ সংগ্রহের জন্য তুলির ব্যবহার করা হয়, সংগ্রহের পর পরাগ গুলিকে পরিষ্কার করার জন্য এর ব্যবহার করা হয়, কোনো বস্তুকে সঠিক স্থানে রাখার জন্য তুলি বা ব্রাশ এর ব্যবহার করা হয়।

www.bigyanbook.co.in


৭) ট্যাগ | Tag

সংকরায়ন এর পর ফুল গুলি কে চিহ্নিত করার জন্য ট্যাগের ব্যবহার করা হয়।

www.bigyanbook.co.in


৮) স্পিরিট | Spirit

নমুনা সংরক্ষণের জন্য এবং জীবানু নাশ করার জন্য স্পিরিট এর ব্যবহার করা হয়।

www.bigyanbook.co.in


৯) পলি ব্যাগ বা মসলিন কাপড় | Poly bag or Moslin cloth

পুরুষত্বহীনকরণের পর ফুলগুলিকে ঢেকে রাখার জন্য পলিব্যাগ বা মসলিন কাপড়ের ব্যবহার করা হয়।


১০) সুতো | Thread

ফুলগুলিকে ব্যাগে ঢোকানোর পর বাঁধার জন্য সুতো ব্যবহার করা হয়।


» পান বিজ্ঞানবুকের সমস্ত আপডেটস সরাসরি আপনার ইমেলে। নীচে আপনার ইমেল দিয়ে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন।

» সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক ইউটিউবে। লাইক, ফলো করুন বিজ্ঞানবুক ফেসবুক, টুইটারে।

» শেয়ার করুন বিজ্ঞানবুকের আর্টিকেলগুলি আপনার বন্ধুদের সঙ্গে।

» কোনো প্রশ্ন থাকলে, বা কোনো মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।

» পড়তে থাকুন বিজ্ঞানবুক।

» আপনাকে অসংখ্য ধন্যবাদ ।।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন