পুষ্প ও অঙ্গজ বিটপের মধ্যে পার্থক্য | Difference between flower and vegetative shoot - Bigyanbook

Contents

    www.bigyanbook.co.in

    নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো পুষ্প ও অঙ্গজ বিটপ এর মধ্যে পার্থক্য। তাহলে চলুন শুরু করা যাক।


    • পুষ্প কাকে বলে? বা ফুল কাকে বলে? (What is flower?)

    জননে সাহায্যকারী পরিবর্তীত ও সীমিত বিটপ অংশকে ফুল বলে।


    • আদর্শ ফুল কাকে বলে? (What is typical flower?)

    সবৃন্তক ফুলের পুষ্পাক্ষের ওপর চারটি স্তবক ক্রমপর্যায়ে সর্পিলাকারে অথবা আবর্তাকারে সজ্জিত থাকলে এবং প্রতিটি স্তবকের অংশগুলির মধ্যে আকৃতিগত সাদৃশ্য থাকলে, সেই ফুলকে আদর্শ ফুল বলে।


    • একটি আদর্শ ফুলের উদাহরণ লেখো।

    একটি আদর্শ ফুলের উদাহরণ হল জবা ফুল।



    পুষ্প ও অঙ্গজ বিটপের মধ্যে পার্থক্য (Difference between flower and vegetative shoot)

    ১) পুষ্প: পুষ্পের বৃদ্ধি সীমিত।

         অঙ্গজ বিটপ: অঙ্গজ বিটপের বৃদ্ধি সীমিত নয়।


    ২) পুষ্প: শাখাপ্রশাখার সৃষ্টি হয় না।

         অঙ্গজ বিটপ: সাধারণত শাখাপ্রশাখা যুক্ত হয়।


    ৩) পুষ্প: পর্বগুলি ঘনসন্নিবিষ্ট থাকায় পর্বমধ্য অংশ সুস্পষ্ট নয়।

         অঙ্গজ বিটপ: পর্বমধ্য অংশ দীর্ঘ এবং সুস্পষ্ট।


    ৪) পুষ্প: পুষ্পপত্রগুলি সাধারণত আবর্তে সাজানো থাকে।

         অঙ্গজ বিটপ: পর্ণপত্রগুলি বেশিরভাগ ক্ষেত্রে একান্তর বা প্রতিমুখভাবে সাজানো থাকে।


    ৫) পুষ্প: পুষ্পপত্র কাক্ষিক মুকুল ও উপপত্র ধারণ করে না।

         অঙ্গজ বিটপ: পর্ণপত্র সাধারণত কাক্ষিক মুকুল ও উপপত্র ধারণ করে।


    ৬) পুষ্প: অপরিহার্য স্তবক রেণুস্থলী ধারণ করে।

         অঙ্গজ বিটপ: রেণুস্থলী ধারণ করে না।


    ৭) পুষ্প: পুষ্পের ক্ষেত্রে বৃতি রক্ষণমূলক কাজ করে, দলমন্ডল পরাগযোগে সাহায্য করে।

         অঙ্গজ বিটপ: অঙ্গজ বিটপের ক্ষেত্রে পর্ণপত্র সালোকসংশ্লেষ করে।


    ৮) পুষ্প: চারপ্রকারের পুষ্পপত্র ধারণ করে, যেগুলি হলো — বৃত্যংশ, দলাংশ, পুংকেশর এবং গর্ভকেশর।

         অঙ্গজ বিটপ: শুধুমাত্র একই প্রকারের পর্ণপত্র ধারণ করে।


    ধন্যবাদ আপনাকে বিজ্ঞানবুক পড়ার জন্য, পড়তে থাকুন বিজ্ঞানবুক, ফলো করুন বিজ্ঞানবুক ফেসবুক, ইউটিউব -এ, শেয়ার করুন বিজ্ঞানবুকের আর্টিকেলগুলি আপনার বন্ধুদের সঙ্গে, ধন্যবাদ।।

    Post a Comment (0)
    Previous Post Next Post

    My Favorites ❤️

    See your favorite posts by clicking the love icon at the top ❤️
    Join our WhatsApp channel 👉🏻 Click here
    ⚠️
    AdBlocker Detected
    We noticed that you are using an AdBlocker.

    Our website is free to use, but we need ads to cover our server costs. Please disable your AdBlocker and reload the page to continue reading.