জিন | Gene - Bigyanbook

Contents

    নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জিন (Gene) সম্পর্কে জানবো। এর সঙ্গে থাকবে কিছু প্রশ্ন উত্তর। তাহলে চলুন শুরু করা যাক।

    www.bigyanbook.co.in


    জিন হলো জীব কোষের ক্রোমোজোমের মধ্যে থাকা DNA এর একটি অবিচ্ছেদ্য অংশ, যা DNA এর একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করে। জিনকে ক্রোমোজোমের কার্যগত একক (Functional unit of Chromosome) বলা হয়। জিন হল বংশগত বৈশিষ্ট্যের ধারক, বাহক ও নিয়ন্ত্রক।


    জিন কাকে বলে? (What is gene?)

    প্রধানত ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোম এ অবস্থিত DNA দ্বারা গঠিত এবং জীবের বংশানুক্রমে প্রবাহিত বৈশিষ্ট্য নির্ধারক একককে জিন বলে।


    জিনের গঠন (Structure of Gene)

    DNA নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। DNA এর নির্দিষ্ট সংখ্যক বেস, যা কোনো একটি প্রোটিন (এনজাইম) সংশ্লেষ এর সংকেত বহন করে, তা নিয়েই জিন গঠিত হয়। জিনকে ক্রোমোজোমের রাসায়নিক একক হিসেবেও অভিহিত করা হয়।


    জিনের বৈশিষ্ট্য

    ১) জিন নিউক্লিক অ্যাসিড (DNA) দ্বারা গঠিত। 

    ২) জিন ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমে অবস্থান করে।

    ৩) জিন জীবের বিশেষ কোনো বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে বহন করে।

    ৪) এটি জীবের প্রকরণ এবং পরিব্যক্তি বা মিউটেশনে (Mutation) মুখ্য ভূমিকা নিয়ে থাকে।


    জিনের কাজ

    ১) জিনকে বংশগতির ধারক ও বাহক বলা হয়। কারণ, ক্রোমোজোমের প্রধান উপাদান DNA হলো জিনের রাসায়নিক রূপ। DNA অণুই জীবের বংশগতির বৈশিষ্ট্যাবলী পুরুষানুক্রমে একজনু থেকে অপরজনুতে বহন করে। এই কারণে DNA অণুকেই জিন বলে মনে করা হয়। যে সমস্ত জীবদেহে DNA থাকে না, শুধুমাত্র RNA উপস্থিত থাকে, সেক্ষেত্রে RNA জিন হিসেবে কাজ করে (উদাহরণ, উদ্ভিদ ভাইরাস)।

    ২) জীবের এক-একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে, অর্থাৎ এক-একটি বৈশিষ্ট্য একাধিক জিনের সম্মিলিত ক্রিয়ার ফল। উদাহরণ: ড্রোসোফিলা নামক মাছির চোখের রং প্রায় ২০ টি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। 

    ৩) আকৃতি ও সংযুক্তি অপরিবর্তিত রেখে জিনের স্ব-প্রতিরূপ গঠনের (self duplication) ক্ষমতা আছে। অবশ্য মাঝে মাঝে জিনের গঠনগত পরিবর্তনের ফলে তাদের আচরণগত পরিবর্তনও ঘটে, এর ফলে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। জিনের এই গঠনগত পরিবর্তনের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাবকে পরিব্যাক্তি বা মিউটেশন (Mutation) বলে।



    অ্যালবিনো (albino) কাদের বলে?

    যে সমস্ত মানুষের দেহে কোন রঞ্জক না থাকার ফলে চুল, চামড়ার রঙ, চোখের তারার রং ইত্যাদি সাদা বা ফ্যাকাশে বা বর্ণহীন বর্ণের হয় তাদের অ্যালবিনো (albino) বলে।


    DNA চারটি বেসের নাম কী?

    DNA এর চারটি বেস হলো, অ্যাডিনিন (A), গুয়ানিন (G), থাইমিন (T) এবং সাইটোসিন (C)।


    নিউক্লিওটাইড কাকে বলে?

    DNA এর একটি বেস, একটি শর্করা এবং একটি ফসফেট নিয়ে গঠিত একককে নিউক্লিওটাইড বলে।


    জেনেটিক RNA কী? (What is Genetic RNA?)

    বেশিরভাগ উদ্ভিদ ভাইরাস এবং কয়েক রকমের প্রাণী ভাইরাসে (উদাহরণ, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস) শুধুমাত্র RNA থাকে, যা বংশগত বৈশিষ্ট্য বহন করে, এইরকম যেসব RNA বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে তাদের জেনেটিক RNA (Genetic RNA) বলে।


    ধন্যবাদ আপনাকে বিজ্ঞানবুক পড়ার জন্য। পড়তে থাকুন বিজ্ঞানবুকের অন্যান্য আর্টিকেলগুলি উপরে সার্চ করে বা নীচে স্ক্রোল করে। বিজ্ঞানবুক নোটিফিকেশন অন করে রাখুন, এর ফলে আপনি বিজ্ঞানবুকের পোস্টের দ্রুত আপডেট পাবেন। সাবস্ক্রাইব করুন বিজ্ঞানবুক এর ইউটিউব চ্যানেল, ফলো করুন বিজ্ঞানবুক ফেসবুকে।


    Post a Comment (0)
    Previous Post Next Post

    My Favorites ❤️

    See your favorite posts by clicking the love icon at the top ❤️
    ⚠️
    AdBlocker Detected
    We noticed that you are using an AdBlocker.

    Our website is free to use, but we need ads to cover our server costs. Please disable your AdBlocker and reload the page to continue reading.