হাইড্রোসিরি এবং জেরোসিরি

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানব হাইড্রোসিরি এবং জেরোসিরি সম্পর্কে। এছাড়াও থাকবে কিছু প্রশ্ন উত্তর। তাহলে চলুন দেখে নেওয়া যাক হাইড্রোসিরি এবং জেরোসিরি।

www.bigyanbook.co.in

সিরি কাকে বলে?

উত্তর - কোন অনাবৃত অঞ্চলে একটি উদ্ভিদ গোষ্ঠী বসবাস করতে শুরু করে এবং এরপর ধাপে ধাপে সেই উদ্ভিদ গোষ্ঠী অন্য উদ্ভিদ গোষ্ঠী দ্বারা প্রতিস্থাপিত হয়, এই ধাপগুলিকে একত্রে সিরি বলা হয়।

কোনো অঞ্চলে উদ্ভিদ বসতি প্রারম্ভিক পর্যায়ে কিভাবে স্থাপিত হচ্ছে তার উপর ভিত্তি করে সিরি দু-রকমের হয়, হাইড্রোসিরি এবং জেরোসিরি

আমরা প্রথমে হাইড্রোসিরি সম্পর্কে জেনে নেবো।

হাইড্রোসিরি (Hydrosere)


হাইড্রোসিরি কাকে বলে? (What is Hydrosere?)

   উত্তর - যে ক্ষেত্রে প্রারম্ভিক পর্যায় এর উদ্ভিদ গুলি জলাশয়ে বসতি স্থাপন করে তাকে হাইড্রোসিরি বলে।


হাইড্রোসিরি -এর ক্ষেত্রে পর্যায়ক্রমিকভাবে উদ্ভিদগোষ্ঠী জল থেকে স্থলে উঠে আসে।

হাইড্রোসিরির সিরাল দশাগুলি (Seral stages) হলো — 

1. ফাইটোপ্ল্যাংটন দশা

2. নিমজ্জিত উদ্ভিদ দশা

3. অর্ধনিমজ্জিত দশা

4. ভাসমান দশা

5. শর জল দশা

6. জলা তৃণভূমি দশা

7. আর্দ্র তৃণভূমি দশা

8. গুল্মরাজি দশা

9. ক্লাইম্যাক্স বা চূড়ান্ত বৃক্ষ অরণ্য দশা


এবারে আমরা এই প্রত্যেকটি দশা সম্পর্কে জেনে নেবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক।


হাইড্রোসিরির দশাগুলির সংক্ষিপ্ত বর্ণনা :-

1) ফাইটোপ্ল্যাংটন দশা : ফাইটোপ্ল্যাংটন পুকুরের পাইওনিয়ার কমিউনিটি (pioneer community) গঠন করে। নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, ডায়াটম, সবুজ শৈবাল প্রথম উপনিবেশ গঠন করে। ফাইটোপ্ল্যাংটন এর দ্রুত সংখ্যা বৃদ্ধি ঘটে এবং এদের মৃত্যু হলে ডিকম্পোজিশন এর ফলে জৈব বস্তু উৎপন্ন হয়, যা পুকুরের তলদেশে জমে কাদামাটি গঠন করে।


2) নিমজ্জিত দশা এবং অর্ধ নিমজ্জিত দশা : জলাশয়ে কিছু উদ্ভিদ সম্পূর্ণ নিমজ্জিত এবং কিছু উদ্ভিদ অর্ধনিমজ্জিত ভাবে বসবাস করে। ঝাঁঝি, হাইড্রিলা, পাতাশ্যাওলা, পোটামোগেটন প্রভৃতি এই ধরনের উদ্ভিদ উদ্ভিদ ও মৃত্যুর পর পরিণত হয়। 


3) ভাসমান দশা : অ্যাজোলা, পিসটিয়া, উলফিয়া, নিমফিয়া, ট্রাপা, সালভিনিয়া প্রভৃতি ভাসমান উদ্ভিদ। ভাসমান হলেও মূল যুক্ত হয়। এদের মৃত্যুর পর জৈব বস্তু সঞ্চিত হয়, ফলে জলের গভীরতা হ্রাস পেতে থাকে।


4) শর জল দশা : এইসব উদ্ভিদের বেশিরভাগ অংশ জলের উপরে বাতাসে থাকে। স্কিরপাস, টাইফা, স্যাজিটেরিয়া ইত্যাদি উদ্ভিদ এই ধরনের। এই ধরনের উদ্ভিদের কান্ড রাইজোম প্রকৃতির হয়। এরা ঘনবসতির সৃষ্টি করে ফলে জলের গভীরতা আরো হ্রাস পায়।


5) জলা তৃণভূমি দশা : এই ধরনের উদ্ভিদ গুলি রাইজোম ও গুচ্ছাকার মূলের সাহায্যে তৃণ আচ্ছাদিত মাটি গঠন করে। জলা তৃণভূমি দশার প্রধান উদ্ভিদ গুলি হল, ক্যারেক্স, অ্যানুবিয়াস, ইলিওক্যারিস।


6) আর্দ্র তৃণভূমি দশা : আদ্র তৃণভূমি অঞ্চলে যেসব উদ্ভিদ জন্মায় তার কয়েকটি হল, মেন্থা, আইরিস, পলিগোনাম, পোরেসী ইত্যাদি।


7) গুল্মরাজি দশা : বিভিন্ন গুল্ম জাতীয় উদ্ভিদ নিয়ে এই দশাটি গঠিত।


8) চূড়ান্ত বৃক্ষ অরণ্য দশা : এই দশায় কিছু গুল্ম এবং বেশিরভাগ বৃক্ষ জাতীয় উদ্ভিদ জন্মায় এই অঞ্চলের কয়েকটি উদ্ভিদ হল, স্যালিক্স, পপুলাস, আলমাস ইত্যাদি।



এবারে আমরা জেরোসিরি সম্পর্কে জেনে নেবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক।



জেরোসিরি (Xerosere)


জেরোসিরি কাকে বলে? (What is Xerosere?)

   উত্তর - প্রস্তর বা শিলাময় জমিতে প্রারম্ভিক ভাবে উদ্ভিদের বসতি শুরু হলে উদ্ভিদের পর্যায়ক্রমকে জেরোসিরি বলে।


জেরোসিরি -এর সিরাল দশাগুলি হল —

1. ক্রাসটোজ লাইকেন দশা

2. ফোলিওজ দশা

3. মস দশা

4. বীরুৎ দশা

5. গুল্ম দশা

6. চূড়ান্ত পরিণতির অরণ্য দশা



এবারে আমরা প্রত্যেকটা দশা সম্বন্ধে জেনে নেবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রত্যেকটি দশা।


জেরোসিরির দশাগুলির সংক্ষিপ্ত বর্ণনা :-

1) ক্রাসটোজ লাইকেন দশা : অনাবৃত শিলার জল ধারণ ক্ষমতা থাকেনা, তাই এখানে মাটি থাকে না। গ্রীষ্মকালে উষ্ণতা বেশি থাকে। এই ধরনের শিলাখণ্ডের প্রধান কমিউনিটি হল লাইকেন। লাইকেন রাইজয়েড এর সাহায্যে শিলাখণ্ডে আটকে থাকে। কয়েকটি সাধারণ ক্রাসটোজ লাইকেন হলো, Rinodina sp. , Rhizocarpon sp.


2) ফোলিওজ লাইকেন দশা : এই প্রকার লাইকেন বেশি পরিমাণে জৈব পদার্থ সৃষ্টি করে। শিলাস্তরের উপর হালকা মাটির স্তর সৃষ্টি করে। কয়েকটি ফোলিওজ লাইকেন হলো, Umbilicaria sp. , Dermatocarpon sp. , Permulla sp.


3) মস দশা : মস জাতীয় উদ্ভিদের কান্ড (কলিড), পাতা (ফাইলিড) থাকলেও মূল থাকে না। এরা আর্দ্র পরিবেশে জন্মায়, বিশেষ করে ভিজে মাটিতে, ভিজে দেওয়ালে, ভিজে কাঠের গুড়িতে। এরা রেণুর সাহায্যে বংশবিস্তার করে। এই দশার কয়েকটি গুরুত্বপূর্ণ মস হলো, Grimmia sp. , Tortula sp. , Polytrichum sp. , Pogonatum sp.


4) বীরুৎ দশা : শিলা গাত্রে একাধিক বীরুৎ বা হার্ব (Herbs) দেখা যায়। এদের মূল গভীরে প্রবেশ করে শিলাপৃষ্ঠের বিচূর্ণীভবন ঘটায় এবং মৃত্তিকা গঠন করে। কয়েকটি বীরুৎ বা হার্ব এর উদাহরণ হলো, Poa , Tridax , Festuca , Justices


5) গুল্ম দশা : এই অঞ্চলে বিভিন্ন ধরনের গুল্ম বা স্রাব জন্মায়। গুল্ম দশা মৃত্তিকা প্রোফাইল গঠনে অংশ নেয়।


6) ক্লাইম্যাক্স বা চূড়ান্ত বৃক্ষ অরণ্য দশা : গুল্ম দশার পর ছোটো ছোটো বৃক্ষ জাতীয় উদ্ভিদের আবির্ভাব ঘটে। পরবর্তীতে বড়ো উদ্ভিদের আগমন ঘটে, ফলে ক্লাইম্যাক্স অরণ্যের সৃষ্টি হয়।


আরো বিভিন্ন তথ্য সম্পর্কে জানার জন্য বিজ্ঞান বুক ফলো করতে থাকুন। পড়তে থাকুন বিজ্ঞান বুকের অন্যান্য আর্টিকেল গুলি। শেয়ার করুন বিজ্ঞান বুকের এই আর্টিকেলটি। আপনার আত্মীয়-পরিজন বন্ধুদেরকে বিজ্ঞান বুকের বিষয়ে জানান এবং তাদেরকে বিজ্ঞান বুক পড়তে বলুন। সাবস্ক্রাইব করুন বিজ্ঞান বুক ইউটিউব এ। লাইক এবং ফলো করুন বিজ্ঞান বুক ফেসবুকে।

বিজ্ঞান বুক হলো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি অন্যতম ওয়েবসাইট। দেখতে থাকুন বিজ্ঞান বুক। আরো অনেক বেশি তথ্য জানার জন্য। শেয়ার করুন বিজ্ঞান বুক এর প্রতিটি আর্টিকেল আপনার আত্মীয়-পরিজন বন্ধু-বান্ধবদের সঙ্গে। ধন্যবাদ।।

Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন