ট্যাক্সোনমি কাকে বলে এবং এর গুরুত্ব

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো ট্যাক্সোনমি কাকে বলে এবং এর গুরুত্ব সম্পর্কে। তাহলে চলুন দেখে নেয়া যাক ট্যাক্সোনমির গুরুত্ব কি কি।

ট্যাক্সোনমি কাকে বলে এবং এর গুরুত্ব

ট্যাক্সোনমি কাকে বলে?

জীব বিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, সনাক্তকরণ ও শ্রেণিবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলে।


বিজ্ঞানী অগাস্তিন পি. দ্য কানডোল (Augastin P. de Candole) সর্বপ্রথম "Taxonomy" শব্দটি ব্যবহার করেন। ট্যাক্সোনমি শব্দটি দুটি গ্ৰিক শব্দ 'Taxis' এবং 'Nomos' থেকে উদ্ভূত হয়েছে। 'Taxis' শব্দের অর্থ "বিন্যাস" এবং 'Nomos' শব্দের অর্থ "বিধি" বা নিয়ম। সুতরাং, Taxonomy শব্দের পুরো অর্থ হলো বিন্যাসবিধি।

ট্যাক্সোনমির মূল প্রতিপাদ্য বিষয় বস্তু হলো — সনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস এবং প্রামাণ্য দলিল গুলির সংরক্ষণ।


ট্যাক্সোনমির গুরুত্ব

1. বৈচিত্র্যময় জীবজগতে বর্তমানে বিভিন্ন প্রকার জীবদের সম্পর্কে জ্ঞান আহরণ সহজ হয়। বিভিন্ন গোষ্ঠীভুক্ত জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায় ট্যাক্সোনমির মাধ্যমে।

2. অগণিত জীবের মধ্যে কোনো বিশেষ জীবকে শনাক্ত করা যায়।

3. ট্যাক্সোনমি জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য এবং এই বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়।

4. নতুন আবিষ্কৃত কোনো জীব বা বিশেষ গুরুত্বপূর্ণ কোনো জীবকে শনাক্ত করা সম্ভব ট্যাক্সোনমির মাধ্যমে।

5. ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, কৃমি প্রভৃতি জীব মানুষ, প্রাণী এবং অর্থকরী উদ্ভিদের রোগ সৃষ্টি করে। ফসল ও গুদামজাত শস্যের ক্ষতিকারক কীটপতঙ্গ, আগাছা প্রভৃতি সনাক্তকরণ, স্বভাব, বাসস্থান সম্বন্ধে জ্ঞান তাদের নিয়ন্ত্রণে সাহায্য করে।

6. অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ এবং ভেষজ উদ্ভিদের সঙ্গে সিস্টেমেটিক্স ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত। প্রকৃতপক্ষে ভেষজ বিদ্যার সূত্রপাত বিন্যাসবিধি বিশারদগণের (Taxonomists) কাজের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

7. কোনো কোনো উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বিশেষ ধরনের মাটি ও পরিবেশ পছন্দ করে। কোনো অঞ্চলে বিশেষ গোষ্ঠীভুক্ত উদ্ভিদ ও প্রাণী প্রজাতির যে বসতি গড়ে ওঠে, তা থেকে পরিবেশের উপাদান সম্পর্কে ধারণা পাওয়া যায়।

8. সিস্টেমেটিক্স বাস্তুবিদ্যা, ভ্রূণতত্ত্ববিদ্যা, জৈব রসায়ন, বংশগতিবিদ্যা, অভিব্যক্তি প্রভৃতি বিষয় বুঝতে সাহায্য করে।

9. সংকরায়ন পরীক্ষায় জনিতা নির্বাচনের ক্ষেত্রে ট্যাক্সোনমির জ্ঞান থাকা আবশ্যক।

10. কোনো জায়গায় বিশেষ জীব-প্রজাতির বসবাস থেকে সেখানকার পরিবেশ সম্পর্কে ধারণা করা যায়।

11. বনভূমি সৃজন, পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য ট্যাক্সোনমির জ্ঞান থাকা প্রয়োজন।

12. ট্যাক্সোনমির জ্ঞান গুরুত্বপূর্ণ, কারণ এটি বন্য প্রজাতিকে সনাক্ত করতে এবং প্রাকৃতিক সম্পদ হিসেবে এর সংরক্ষণ করতে সাহায্য করে।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

4 Comments

  1. জোসনা মুখার্জি

    ReplyDelete
    Replies
    1. বিজ্ঞানবুকে আপনাকে স্বাগত!

      Delete
  2. খুব ভালো

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post