মানুষের জনন - তথ্য, প্রশ্ন উত্তর | Information, Questions Answers from Human Reproduction - Bigyanbook

Contents

    নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুক এ। এই আর্টিকেলে আমরা জানবো মানুষের জনন থেকে বেশ কিছু বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। তাহলে চলুন সবকিছু দেখে নেওয়া যাক।

    www.bigyanbook.co.in


    বিনাইন প্রস্টেটিক হাইপারট্রপি (Benign Prostatic Hypertrophy — BPH)

       প্রস্টেট বড়ো হয়ে অস্বাভাবিক আকার ধারণ করে। এর ফলে মূত্রনালীর উপর চাপ সৃষ্টি হয় এবং মূত্রত্যাগে সমস্যার সৃষ্টি হয়। রাত্রিবেলায় ঘন ঘন মূত্রত্যাগ দেখা যায়। সময়মতো চিকিৎসা না করালে বৃক্কের (Kidney) ক্ষতি হতে পারে। অনেক সময় প্রস্টেট ক্যান্সার হতে দেখা যায়।


    ক্রিপটরকিডিজম (Cryptorchidism)

       শুক্রাশয় দুটি উদরগহ্বর থেকে স্ক্রোটামে নেমে না আসাকে ক্রিপটরকিডিজম বলে। ভ্রূণ অবস্থায় শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ কম হলে এই অবস্থা সৃষ্টি হয়।


    হাইড্রোসিল (Hydrocoel)

       শুক্রাশয়ের টিউনিকা ভ্যাজাইনালিসের মধ্যে অতিরিক্ত তরল সঞ্চিত হলে শুক্রাশয় দুটি স্ফিত হয়। এই অবস্থাকে হাইড্রোসিল বলে।


    ইঙ্গুইনাল ক্যানাল (Inguinal Canal)

       উদর গহ্বরের নীচে যে নালির মাধ্যমে শুক্রাশয় স্ক্রোটাম থলিতে নেমে আসে, সেই নালিপথকে ইঙ্গুইনাল ক্যানাল বলে।


    প্রস্টেট ক্যান্সার (Prostate Cancer)

       প্রস্টেট গ্রন্থির অস্বাভাবিক স্ফিতিসহ কোষের ম্যালিগন্যান্সি দেখা দিলে তাকে প্রস্টেট ক্যান্সার বলে।


    ইমপোটেন্সি (Impotence)

       সঙ্গমের সময় বা সঙ্গম চলাকালীন সময় শিশ্নের (Penis) উত্থান (erection) না হলে তাকে ইম্পোটেন্স বলে। মানসিক কারণ, স্নায়ুরোগ, রক্তসংবহন তন্ত্রের গোলযোগ, সিফিলিস ইত্যাদি কারণে এই রোগ দেখা দেয়।


    বীর্যের কাজ (Functions of Semen)

       1. শুক্রাণুর ধাত্র হিসেবে কাজ করে।

       2. বীর্যে উপস্থিত ফ্রুকটোজ শুক্রাণুর পুষ্টি জোগায়।

       3. বীর্যের ক্যালসিয়াম বাইকার্বনেট আম্লিক যোনিপথকে প্রশম করে।

       4. পুরুষদেহ থেকে স্ত্রীদেহে শুক্রাণুর স্থানান্তরে সাহায্য করে।


    বীর্য কী? (What is Semen?)

       যৌন মিলনকালে পুরুষদের শিশ্ন থেকে যে সান্দ্র, ঈষৎ সাদা, শুক্রাণু সমন্বিত অর্ধতরল পদার্থ নিঃসৃত হয় তাকে বীর্য বলে।

       প্রাপ্তবয়স্কদের প্রতিবার নিক্ষেপে প্রায় 3-4 ml বীর্য নির্গত হয়, যার মধ্যে প্রায় 80-100 মিলিয়ন শুক্রাণু উপস্থিত থাকে।


    বীর্যের pH মাত্রা কত? (What is the pH level of Semen?)

       বীর্যের pH প্রায় 7.3 - 7.5 হয়, অর্থাৎ ক্ষারীয়।


    বীর্যের উপাদান (Components of Semen)

       বীর্যে 90% সেমিনাল তরল এবং 10% শুক্রাণু উপস্থিত থাকে। সেমিনাল তরল হলো প্রস্টেট এবং শুক্রথলির ক্ষরণ বিশেষ। এই সেমিনাল তরল শুক্রথলিতে সঞ্চিত হয় এবং শুক্রাণুর ধারক রূপে কাজ করে, এছাড়া শুক্রাণুর পুষ্টি জোগায়।


    একটোপিক প্রেগন্যান্সি (Ectopic Pregnancy)

       জরায়ু ছাড়া অন্য কোনো স্থানে, বিশেষ করে ডিম্বনালিতে ভ্রূণের রোপন ঘটলে যে গর্ভসঞ্চার হয় তাকে একটোপিক প্রেগন্যান্সি বলে।


    স্পার্মিওজেনেসিস কাকে বলে?

       যে প্রক্রিয়ায় অপরিণত শুক্রাণু বা স্পার্মাটিড, পরিণত শুক্রাণু বা স্পার্মাটোজোয়া -তে রূপান্তরিত হয় তাকে স্পার্মিওজেনেসিস বলে।


    স্পার্মিয়েশন কাকে বলে?

       যে প্রক্রিয়ায় সারটোলির কোশ থেকে শুক্রাণু নির্গমন ঘটে তাকে স্পার্মিয়েশন বলে।


    ঊজেনেসিস কাকে বলে? (What is Oogenesis?)

       যে প্রক্রিয়ায় ডিম্বাশয়ে ডিম্বাণু-মাতৃকোশ থেকে ডিম্বাণু উৎপন্ন হয় তাকে ঊজেনেসিস বলে।


    স্পার্মাটোজেনেসিস কাকে বলে? (What is Spermatogenesis?)

       যে পদ্ধতিতে শুক্রাশয়ের শুক্রোৎপাদক নালিকায় স্পার্মাটোগোনিয়া কোশ থেকে পর্যায়ক্রমিক ধাপে পরিণত শুক্রাণু সৃষ্টি হয় তাকে স্পার্মাটোজেনেসিস বলে।


    ইনহিবিন কী? (What is Inhibin?)

       ইনহিবিন হলো সারটোলির কোশ, ডিম্বাশয়ের গ্ৰাফিয়ান ফলিকল এবং করপাস লিউটিয়াম থেকে নিঃসৃত একপ্রকারের হরমোন যা স্পার্মাটোজেনেসিস এবং ঊজেনেসিস প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।


    আরো বিভিন্ন তথ্য সম্পর্কে জানার জন্য বিজ্ঞান বুক ফলো করতে থাকুন। পড়তে থাকুন বিজ্ঞান বুকের অন্যান্য আর্টিকেল গুলি। শেয়ার করুন বিজ্ঞান বুকের এই আর্টিকেলটি। আপনার আত্মীয়-পরিজন বন্ধুদেরকে বিজ্ঞান বুকের বিষয়ে জানান এবং তাদেরকে বিজ্ঞান বুক পড়তে বলুন। সাবস্ক্রাইব করুন বিজ্ঞান বুক ইউটিউব এ। লাইক এবং ফলো করুন বিজ্ঞান বুক ফেসবুকে।

    বিজ্ঞান বুক হলো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি অন্যতম ওয়েবসাইট। দেখতে থাকুন বিজ্ঞান বুক। আরো অনেক বেশি তথ্য জানার জন্য। শেয়ার করুন বিজ্ঞান বুক এর প্রতিটি আর্টিকেল আপনার আত্মীয়-পরিজন বন্ধু-বান্ধবদের সঙ্গে। ধন্যবাদ।।

    Post a Comment (0)
    Previous Post Next Post

    My Favorites ❤️

    See your favorite posts by clicking the love icon at the top ❤️
    ⚠️
    AdBlocker Detected
    We noticed that you are using an AdBlocker.

    Our website is free to use, but we need ads to cover our server costs. Please disable your AdBlocker and reload the page to continue reading.