ছদ্মপদ বা ক্ষণপদ, ফ্ল্যাজেলা এবং সিলিয়ার পার্থক্য (Difference between Pseudopodia, Flagella and Cilia) - Bigyanbook
নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো ছদ্মপদ বা ক্ষণপদ, ফ্ল্যাজেলা এবং সিলিয়ার পার্থক্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক পার্থক্য গুলি। ছদ্মপদ বা ক্ষণপদ, ফ্ল্যাজেলা এবং সিলিয়ার পার্থক্য ছদ্মপদ বা ক্ষণপদ ফ্ল্যাজেলা সিলিয়া 1) এটি কোনো নির্দিষ্ট অঙ্গ নয়, প্রোটোপ্লাজম ঘনত্বের পরিবর্তনের ফলে প্লাজমাসল, প্লাজমাজেলে রূপান্তরিত হয়ে ক্ষণপদ সৃষ্টি করে। 1) কোষের স্থায়ী অঙ্গ। 1) কোষের স্থায়ী অঙ্গ। 2) সাময়িকভাবে উৎপন্ন আঙুলের মতো অভিক্ষেপ গঠনের মাধ্যমে ক্ষণপদ সৃষ্টি হয়। 2) এই অঙ্গটি দীর্ঘ ও চাবুকের মতো। 2) সিলিয়া সূক্ষ্ম সুতোর মতো আকৃতি বিশিষ্ট। 3) জীব যে দিকে গমন করে সেদিকে ক্ষণপদের সৃষ্টি হয় এবং বিপরীত দিকে ক্ষণপদ অদৃশ্য হয়। 3) ফ্ল্যাজেলা জল বা তরল মাধ্যমে চাবুকের মতো আঘাত করে অথবা স্ক্রু এর মতো প্যাঁচ হয়ে কোষের গমন ঘটায়। 3) ছন্দ বদ্ধ ভাবে (মেটাক্রোনাস ছন্দ) একই সঙ্গে সিলিয়া গুলি দাঁড় টানার মতো সঞ্চালিত হয় কোষের গমন নিয়ন্ত্রণ করে। 4) কয়েকটি ...