পেনিসিলিয়ামের বৈশিষ্ট্য (Characteristics of Penicillium) - Bigyanbook

Text size:

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো পেনিসিলিয়াম এর বৈশিষ্ট্য সম্পর্কে। তাহলে চলুন দেখে নেয়া যাক বৈশিষ্ট্যগুলি।

www.bigyanbook.co.in


পেনিসিলিয়ামের শ্রেণিগত অবস্থান (Systematic position of Penicillium)

রাজ্য → মাইকোটা (Mycota)

  বিভাগ → ইউমাইকোটা (Eumycota)

    উপবিভাগ → অ্যাসকোমাইকোটিনা (Ascomycotina)

      শ্রেণি → প্লেক্টোমাইসেটিস (Plectomycetes)

        বর্গ → অ্যাসপারজিলেলিস (Aspergillales)

          গোত্র → অ্যাসপারজিলেসি (Aspergillaceae)

            গণ → Penicillium


পেনিসিলিয়ামের সাধারণ প্রজাতি → Penicillium notatum , Penicillium vermiculatum



পেনিসিলিয়াম এর প্রধান বৈশিষ্ট্য (Characteristics of Penicillium)

1) পেনিসিলিয়াম (Penicillium) মৃতজীবী ছত্রাক, যা বিভিন্ন শাক সবজি ও পচনশীল জৈব পদার্থের উপর জন্মায়। সাধারণভাবে এই ছত্রাকের প্রজাতিরা নীল বা সবুজ মোল্ড (Blue or green mold) নামে পরিচিত।

2) অঙ্গজদেহ প্রচুর শাখান্বিত মাইসেলিয়াম দিয়ে গঠিত যা অন্তঃস্তরের উপর জালিকার আকারে বিন্যস্ত থাকে।

3) অনুসূত্র বর্ণহীন, বহু নিউক্লিয়াসযুক্ত এবং ব্যবধায়ক যুক্ত।

4) কনিডিওফোরের ওপর উৎপন্ন কনিডিয়ার মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। অধিকাংশ প্রজাতিতে পর্যায়ক্রমে ব়্যামি, মেটুলি এবং ফিয়ালিড বা স্টেরিগমাটা নামক শাখায় বিন্যস্ত হয়। এই গঠন ছোট ব্রাশ বা ঝাঁটার মতো দেখতে লাগে।

5) প্রতিটি ফিয়ালিড থেকে বহির্জনিষ্ণুভাবে শৃঙ্খলের মতো কনিডিয়া গঠিত হয়। প্রতিটি কনিডিয়াম এককোষী, এক নিউক্লিয়াসযুক্ত যা কণ্টকিত বহিঃপ্রাচীর (exine) এবং সূক্ষ্ম অন্তঃপ্রাচীর (intine) দ্বারা আবৃত।

6) যৌন জনন ঊগ্যামীয় এবং জননকোশাধারীয় স্পর্শ প্রকৃতির। পুং এবং স্ত্রী জননাঙ্গ যথাক্রমে পুংধানী এবং অ্যাসকোগোনিয়াম। অধিকাংশ প্রজাতিই সহবাসী প্রকৃতির।

7) ফলদেহ বা অ্যাসকোকার্প রন্ধ্রবিহীন ক্লিস্টোথোসিয়াম প্রকৃতির। প্রতিটি অ্যাসকাসে আটটি অ্যাসকোরেণু উৎপন্ন হয়।



আরো বিভিন্ন তথ্য সম্পর্কে জানার জন্য বিজ্ঞান বুক ফলো করতে থাকুন। পড়তে থাকুন বিজ্ঞান বুকের অন্যান্য আর্টিকেল গুলি। শেয়ার করুন বিজ্ঞান বুকের এই আর্টিকেলটি। আপনার আত্মীয়-পরিজন বন্ধুদেরকে বিজ্ঞান বুকের বিষয়ে জানান এবং তাদেরকে বিজ্ঞান বুক পড়তে বলুন। সাবস্ক্রাইব করুন বিজ্ঞান বুক ইউটিউব এ। লাইক এবং ফলো করুন বিজ্ঞান বুক ফেসবুকে। 

বিজ্ঞান বুক হলো বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি অন্যতম ওয়েবসাইট। দেখতে থাকুন বিজ্ঞান বুক। আরো অনেক বেশি তথ্য জানার জন্য। শেয়ার করুন বিজ্ঞান বুক এর প্রতিটি আর্টিকেল আপনার আত্মীয়-পরিজন বন্ধু-বান্ধবদের সঙ্গে। ধন্যবাদ।।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন