তাপ ও উষ্ণতার পার্থক্য

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই আর্টিকেলে আমরা জানবো তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য। তাহলে চলুন এক এক করে দেখে নিই তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্যগুলি।

Bigyanbook

তাপ কী ?

তাপ হলো পৃথিবীতে প্রাণের বেঁচে থাকার জন্য শক্তির একটি অপরিহার্যরূপ। এই শক্তি উষ্ণবস্তু থেকে শীতল বস্তুতে প্রবাহিত হয়।


উষ্ণতা কী ?

উষ্ণতা হলো শরীরের গরম ও ঠাণ্ডার পরিমাপ।


তাপের SI একক কী ?

তাপের SI একক জুল (J)।


উষ্ণতার SI একক কী ?

উষ্ণতার SI একক কেলভিন (K)।


তাপের উৎস কী কী ?

তাপের উৎস হলো সূর্য, রাসায়নিক, বৈদ্যুতিক, পারমাণবিক।


তাপ ও উষ্ণতার পার্থক্য

তাপ উষ্ণতা
১) তাপ হলো একপ্রকার শক্তি। ২) উষ্ণতা হলো বস্তুর এক তাপীয় অবস্থা।
২) তাপ হলো উষ্ণতার কারণ। ২) উষ্ণতা হলো তাপের ফল।
৩) তাপ নির্ভর করে বস্তুর অণুগুলির মোট গতিশক্তির উপর। ৩) উষ্ণতা নির্ভর করে অণুগুলির গড় গতিশক্তির উপর।
৪) বস্তুর মোট তাপ মাপা যায় না। বস্তু যে তাপ গ্রহণ অথবা বর্জন করে শুধুমাত্র তা মাপা যায়। ৪) বস্তুর উষ্ণতা মাপা যায়। উষ্ণতা বৃদ্ধি অথবা উষ্ণতার হ্রাস মাপা যায়।
৫) বস্তু দ্বারা তাপ গ্রহণ অথবা বর্জন, পরিমাপ করা হয় ক্যালরিমিটার -এ। ৫) বস্তুর উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার -এ।
৬) তাপের S.I. একক হলো জুল (J) এবং CGS একক হলো ক্যালোরি (cal)। ৬) উষ্ণতার একক ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন।

আপনার কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ফলো করুন আমাদের whatsapp চ্যানেল। সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল। দেখুন আমাদের অন্যান্য পোস্টগুলিও।

Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন