জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা কী ?

Text size:

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো, জোড় সংখ্যা কী ? এবং বিজোড় সংখ্যা কী ? কীভাবে বুঝবো কোনো সংখ্যা জোড় সংখ্যা (even number) নাকি বিজোড় সংখ্যা (odd number)। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in

জোড় সংখ্যা কী ? (What is even number ?)

একেবারে সোজা কথায়, যে সংখ্যাকে "2" দিয়ে ভাগ করা যায় তাকে জোড় সংখ্যা (even number) বলে।

উদাহরণস্বরূপ, 2, 4, 6, 8 ...... ইত্যাদি।


বিজোড় সংখ্যা কী ? (What is odd number ?)

একেবারে সোজা কথায়, যে সংখ্যাকে "2" দিয়ে ভাগ করা যায় না, তাকে বিজোড় সংখ্যা (odd number) বলে।

উদাহরণস্বরূপ, 1, 3, 5, 7 ........ ইত্যাদি।


এভাবেই কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় কিনা তা দেখে সহজেই বুঝতে পারবেন সেই সংখ্যাটি জোড় সংখ্যা (even number) নাকি বিজোড় সংখ্যা (odd number)।


কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে ? জানান কমেন্ট করে। শেয়ার করুন এই আর্টিকেলটি। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পড়তে থাকুন বিজ্ঞানবুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।।

Share this page
Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন