নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো, জোড় সংখ্যা কী ? এবং বিজোড় সংখ্যা কী ? কীভাবে বুঝবো কোনো সংখ্যা জোড় সংখ্যা (even number) নাকি বিজোড় সংখ্যা (odd number)। তাহলে চলুন শুরু করা যাক।

জোড় সংখ্যা কী ? (What is even number ?)
একেবারে সোজা কথায়, যে সংখ্যাকে "2" দিয়ে ভাগ করা যায় তাকে জোড় সংখ্যা (even number) বলে।
উদাহরণস্বরূপ, 2, 4, 6, 8 ...... ইত্যাদি।
বিজোড় সংখ্যা কী ? (What is odd number ?)
একেবারে সোজা কথায়, যে সংখ্যাকে "2" দিয়ে ভাগ করা যায় না, তাকে বিজোড় সংখ্যা (odd number) বলে।
উদাহরণস্বরূপ, 1, 3, 5, 7 ........ ইত্যাদি।
এভাবেই কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় কিনা তা দেখে সহজেই বুঝতে পারবেন সেই সংখ্যাটি জোড় সংখ্যা (even number) নাকি বিজোড় সংখ্যা (odd number)।
কেমন লাগছে বিজ্ঞানবুক পড়তে ? জানান কমেন্ট করে। শেয়ার করুন এই আর্টিকেলটি। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পড়তে থাকুন বিজ্ঞানবুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।।