প্রকৃত ফল ও অপ্রকৃত ফলের মধ্যে পার্থক্য

Welcome to Bigyanbook

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো প্রকৃত ফল ও অপ্রকৃত ফলের পার্থক্য। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in

ফল কাকে বলে ?

উত্তর: পরাগযোগ এবং নিষেকের পর ডিম্বাশয়টি রূপান্তরিত ও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বীজযুক্ত যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে।


প্রকৃত ফল কাকে বলে ?

উত্তর: ফুলের ডিম্বাশয়টি রূপান্তরিত ও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে ফল সৃষ্টি হয় তাকে প্রকৃত ফল বলে।

প্রকৃত ফলের উদাহরণ :

আম, জাম।


অপ্রকৃত ফল কাকে বলে ?

উত্তর: ডিম্বাশয়ের সাথে ফুলের অন্যান্য অংশ গুলি (যেমন, পুষ্পাক্ষ, বৃতি বা পুষ্পমঞ্জুরি) রূপান্তরিত হয়ে যে ফলের সৃষ্টি হয় তাকে অপ্রকৃত ফল বলে।

অপ্রকৃত ফলের উদাহরণ :

আপেল, স্ট্রবেরী।


প্রকৃত ফল ও অপ্রকৃত ফলের পার্থক্য

1. প্রকৃত ফল : ফুলের ডিম্বাশয়টি রূপান্তরিত ও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ফল গঠন করলে তাকে প্রকৃত ফল বলে।

   অপ্রকৃত ফল : ডিম্বাশয়ের সাথে ফুলের অন্যান্য অংশ যেমন, পুষ্পাক্ষ, বৃতি বা পুষ্পমঞ্জুরি রূপান্তরিত হয়ে যে ফল গঠন করে তাকে অপ্রকৃত ফল বলে।


2. প্রকৃত ফল : প্রকৃত ফলের গর্ভাশয় বা ডিম্বাশয়টি উন্মুক্ত থাকে।

    অপ্রকৃত ফল : অপ্রকৃত ফলের ডিম্বাশয় আবৃত থাকে।


3. প্রকৃত ফল : প্রকৃত ফলের ফলত্বক খাদ্য হিসেবে গৃহীত হয়।

    অপ্রকৃত ফল : অপ্রকৃত ফলের বৃতি, পুষ্পাক্ষ বা মঞ্জুরিপত্রাবরণী খাদ্যরূপে গৃহীত হয়।


4. প্রকৃত ফল : উদাহরণ - আম, কলা।

    অপ্রকৃত ফল : উদাহরণ - চালতা, আপেল, কাঁঠাল।


কেমন লাগছে আপনার বিজ্ঞানবুক পড়তে অবশ্যই জানান নীচের কমেন্ট বক্সে আপনার মতামত কমেন্ট করে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ। শেয়ার করুন এই পেজটি। পড়তে থাকুন বিজ্ঞানবুক।

Post a Comment (0)
Previous Post Next Post