তরল পদার্থের বৈশিষ্ট্য

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো তরল পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in

প্রথমেই জেনে নিই তরল পদার্থের সংজ্ঞা অর্থাৎ তরল পদার্থ কি সে সম্পর্কে।

তরল পদার্থ কাকে বলে ?

যে সকল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, যে পাত্রে অবস্থান করে সেই পাত্রের আকার ধারণ করে তাকে তরল পদার্থ বলে।


তরল পদার্থের বৈশিষ্ট্য

1. তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার বা আকৃতি নেই।

2. তরল পদার্থ প্রকৃতিতে কঠিন পদার্থের চেয়ে বেশি সংকুচিত হয় এবং গ্যাসীয় পদার্থের তুলনায় কম সংকুচিত হয়।

3. তরল পদার্থের প্রবাহের প্রবণতা আছে।

4. কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের ঘনত্ব কম হয়।

5. আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কঠিন পদার্থের চেয়ে দুর্বল।

আরও পড়ুন : কঠিন পদার্থের বৈশিষ্ট্য
 

তরল পদার্থের উদাহরণ

জল, দুধ, রক্ত, গ্যাসোলিন ইত্যাদি।

আরও পড়ুন : গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য

কেমন লাগছে আপনার বিজ্ঞান বুক পড়তে অবশ্যই জানান আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে। আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনি যদি এখনও পর্যন্ত আমাদেরকে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনি ইউটিউবে গিয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন। আপনি লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সঙ্গে। পড়তে থাকুন বিজ্ঞান বুক। ধন্যবাদ।।

Bigyanbook

লেখাটি কেমন কমেন্ট করে জানান। শেয়ার করুন এই পেজটি। পড়ুন অন্যান্য পোস্টগুলিও। youtube facebook whatsapp email

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন