কেলাস জালক কাকে বলে ?

Welcome to Bigyanbook

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো কেলাস জালক বা স্পেস ল্যাটিস কাকে বলে সে সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


একেবারে প্রথমে আমরা জেনে নেবো কেলাস কাকে বলে সে সম্পর্কে।

কেলাস কাকে বলে ?

সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, কঠিন পদার্থ যার সর্বাংশে গঠনকারী কণাগুলি (অণু, পরমাণু বা আয়ন) সুষম ভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে তাকে কেলাস বলে।


কেলাস জালক কাকে বলে ? | স্পেস ল্যাটিস কাকে বলে ?

কোন কেলাসের মধ্যে গঠনকারী একক গুলির (অণু, পরমাণু বা আয়ন) অবস্থানকে বিন্দু দ্বারা সূচিত করলে, বিন্দুগুলির যে সুষম ও পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায় তাকে কেলাস জালক বা স্পেস ল্যাটিস বা কেলাস জাফরি বলে।

এই সংক্রান্ত আরো পড়ুন —

কঠিন পদার্থের বৈশিষ্ট্য

জালক কাকে বলে ? ল্যাটিস বিন্দু কাকে বলে ?

কেলাস জালকের মধ্যস্থ যে বিন্দুগুলি কেলাসের গঠনকারী এককের (পরমাণু, অণু বা আয়ন) অবস্থান নির্দেশ করে তাদের জালক বা ল্যাটিস বিন্দু বলে।


আপনাকে অসংখ্য ধন্যবাদ! নীচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার মতামত। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ। বিভিন্ন আপডেট পাওয়ার জন্য জয়েন করুন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সঙ্গে। ধন্যবাদ।

Post a Comment (0)
Previous Post Next Post