নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানব ডেসিবেল কাকে বলে সেই সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


ডেসিবেল কাকে বলে ?

শব্দের তীব্রতা মাপার একককে ডেসিবেল বলে।


টেলিফোনের উদ্ভাবক বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল -এর নামানুসারে "বেল (bel)" শব্দটির নামকরণ করা হয়েছে।

0.1 বেল (B) = 1 ডেসিবেল (dB)

ডেসিবেল -কে 'dB' হিসেবে প্রকাশ করা হয়।

ডেসিবেল (dB) = 10 log (নির্ণীত শব্দের তীব্রতা / প্রমাণ শব্দের তীব্রতা)


আপনাকে অসংখ্য ধন্যবাদ! নীচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার মতামত। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ। বিভিন্ন আপডেট পাওয়ার জন্য জয়েন করুন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সঙ্গে। ধন্যবাদ।