আবরণী প্রভাব কাকে বলে ?

Welcome to Bigyanbook

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো আবরণী প্রভাব কাকে বলে, এ সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


আবরণী প্রভাব কাকে বলে ?

ভিতরের কক্ষক এর ইলেকট্রন গুলি নিউক্লিয়াসের আধান কিছুটা প্রশমিত করে। এর ফলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটির উপর নিউক্লিয়াসের আধানের আকর্ষণ কমে ফলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন কিছুটা আলগা হয়ে যায়। একে আবরণী প্রভাব বলে। আবরণী প্রভাব বাড়ার সঙ্গে আয়নায়ন বিভাবের মান কমে।

বিভিন্ন কক্ষের আবরণী ক্ষমতা : s > p > d > f


আপনাকে অসংখ্য ধন্যবাদ! নীচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার মতামত। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ। বিভিন্ন আপডেট পাওয়ার জন্য জয়েন করুন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সঙ্গে। ধন্যবাদ।

Post a Comment (0)
Previous Post Next Post